রাতজাগা চাঁদ (Official)
Автор: Shafi Alam
Загружено: 2025-06-19
Просмотров: 87
Описание:
“রাতজাগা চাঁদ” is a soulful Bengali original about love, sleepless nights, and moonlit memories. With poetic lyrics and a soft melody, this song speaks to anyone who’s stayed up for someone they love. 🌙✨
🎵 Lyrics, Composition & Vocals: Shafi Alam
🎙️ Language: Bengali
🎧 Genre: Indie / Acoustic / Dream Pop
📍 Location: Bangladesh
⸻
📝 Full Lyrics (Bengali):
🎵 গানের নাম: “রাতজাগা চাঁদ”
[Verse 1]
চোখের পাতায় বসে আছে
একটা ছোট্ট নিঃশব্দ ঘুম,
বাতাস ফিসফিসিয়ে বলে,
“ভয় নেই, আজ হবে না কোনো কষ্টর সুম।”
জোনাকির আলোয় আঁকা পথ,
তোমার ছোট্ট পায়ের ছাপ,
রাতের খামে ভরে লিখি—
একটা গান, শুধু তোমার জন্য ছাপা।
[Pre-Chorus]
আয় রাত, একটু দেরি কর,
তার ঘুম আসেনি এখনো,
আমি গান শুনিয়ে যাবো,
যতক্ষণ তার চোখ হবে ভিজে নরম আলোয়।
[Chorus]
আয় চাঁদ, সোনালি টিপ হয়ে
জ্বলুক তার কপালে,
আয় ঘুম, নরম চুমু দে
তার নিঃশ্বাসের তালে।
আমি থাকবো পাশে চুপিচুপি,
হাতে রাখবো হাত,
স্বপ্নের গন্ধে মোড়া থাকুক
এই রাতজাগা রাত…
[Verse 2]
চিলেকোঠার জানালা বেয়ে
চাঁদ ঢুকেছে নীলে,
তার চোখে যেন জলছবি
ভাসছে হাওয়ার পিলে পিলে।
হাসির মতো কোমল মুখ,
ঘুম না পেয়ে চায় কথা,
আমি বলি— “এসো গল্প শুনি,
স্বপ্ন নিয়ে চলে যাই প্রভাতে।”
[Pre-Chorus Repeat]
আয় রাত, একটু দেরি কর,
তার ঘুম আসেনি এখনো,
আমি গান শুনিয়ে যাবো,
যতক্ষণ তার চোখ হবে ভিজে নরম আলোয়।
[Final Chorus]
আয় চাঁদ, রুপালি জ্যোৎস্না দে
তার বুকের আঁকিবুকি,
আয় ঘুম, আলতো ছুঁয়ে দে
তার হাসিতে মিশুক সুখি।
আমি থাকবো তার গল্পে,
একটা চিরকুটের পাশে,
যেখানে লেখা—
“ভালোবাসি, রাতজাগা চাঁদের পাশে।”
[Outro – Whispered tone]
শুধু ঘুম…
শুধু চাঁদ…
আর তোমার মুখটা পাশে…
⸻
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: