হাই কোয়ালিটি মাছের পোনা চাষ করুন অল্প সময়ে বাজারজাত করুন? ঘরে বসে অর্ডার করুন মাছের পোনা।
Автор: Fish Seller Bd
Загружено: 2025-06-13
Просмотров: 94
Описание:
মাগুর_মাছ_চাষের পুকুর প্রস্তুতি
★পুকুরের আয়তন কতটুকু হবেঃ--
হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য সাধারনত ১০-৩৩ শতাংশ আয়তনের পুকুর নির্বাচন করাই ভাল।
★কিভাবে পুকুর প্রস্তুত করবেনঃ--
০১.নতুন পুকুর হলে-- প্রথমে ভালভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে ১৫-২০ কেজি গোবর ছিটিয়ে দিতে হবে তারপর ভালভাবে মই দিয়ে চুন প্রয়োগ করতে হবে।
০২.পুরাতন পুকুর হলে--প্রথমে পুকুর শুকিয়ে পুকুরের তলায় জমানো কাঁদাগুলু উঠিয়ে ফেলতে হবে। তারপর প্রতি শতাংশে ১ কেজি পরিমান চুন ছিটিয়ে দিতে হবে।
★পুকুরে পানির পরিমানঃ--পুকুর প্রস্তুত করার পর শ্যালো মেশিন দিয়ে পুকুরে ২-৩ ফুট পরিস্কার পানি দিতে হবে,তবে পানি দেয়ার সময় পাইপের মুখ ঘন জাল দিয়ে বেধে দিতে হবে যাতে কোন প্রকার পোকামাকড়,সাপ,ব্যাঙ পুকুরে প্রবেশ না করতে পারে।
★প্রতি শতাংশে পোনার পরিমানঃ--পুকুর প্রস্তুতের পর ৫-৬ দিনের মধ্যে প্রতি শতাংশে ৫০০ পিচ দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারবেন।
★হাইব্রিড মাগুর মাছর খাবার:-
মাগুর মূলত জলাশয়ের তলদেশের খাদ্য খেয়ে জীবন ধারণ করে। প্রাকৃতিক এই খাদ্যগুলো হচ্ছে জলাশয়ের তলায় আমিষ জাতীয় পচনশীল দ্রব্যাদি। প্রাণি প্লাঙ্কটন ও কেঁচো জাতীয় ক্ষুদ্রাকার প্রাণি,শামুক ও ঝিনুকের মাংস।
এছাড়া চালের কুড়া ৪০ শতাংশ, তৈলবীজের খৈল ৩০ শতাংশ ও শুঁটকি ৩০ শতাংশ মিশিয়ে গোলাকার বল তৈরি করে মাছকে সরবরাহ করা যেতে পারে। তাছাড়া শামুক ও ঝিনুকের মাংস মাগুরের অত্যন্ত প্রিয় খাবার।
প্রয়োগমাত্রা পুকুরে মজুদকৃত মাছের মোট ওজনের ৫-১০ শতাংশ হারে দৈনিক খাদ্যের এক-চতুর্থাংশ সকালে এবং বাকি তিন-চতুর্থাংশ সন্ধ্যায় প্রয়োগ করতে হয়।হাইব্রিড_মাগুর_মাছ_চাষ_পদ্ধতি
#হাইব্রিড_মাছের_পোনা_পোনা
জেলা ময়মনসিংহ
থানা ত্রিশাল
গ্রাম ধলা
পরিচালনায় মোঃ মোস্তফা কামাল
একমাত্র অধিকারী প্রতিষ্ঠাতা
মোঃ নীরব হাসান
মোবাইল ☎️ 01765046152+whatsapp
📲01618072330/imo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: