উসমান রা. এর হত্যাকারীদের কি পরিণতি হয়েছিল?
Автор: Aitijya
Загружено: 2024-03-17
Просмотров: 1073
Описание:
উসমান রা. এর হত্যাকারীদের কি পরিণতি হয়েছিল।
উসমান রাদিআল্লাহু তায়ালা আনহুর হত্যাকারীদের কারও স্বাভাবিক মৃত্যু হয়নি। সকলকেই ঘাতকের হাতে জীবন দিতে হয়েছে। এই মন্তব্য করেন ঐতিহাসিক ইবনে জারীর তাবারী। তিনি মনে করেন যে, সাদ ইবনে আবি ওয়াক্কাস এর দুয়া আল্লাহ্র দরবারে কবুল হয়েছিলো। ঐতিহাসিকদের কারো কারো মন্তব্য এই যে, কোন হত্যাকারী পাগল-মাতাল না হয়ে মারা যায়নি। উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহুর হত্যা সম্পর্কে সেই সময় অনেকই জানতেন না। আল মনসুর ইবনে সাইয়্যার ফিজারীর স্ত্রী বলতেন যে, আমরা হজের উদ্দেশ্যে বের হই, তখনো হজরত উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহুর হত্যা সম্পর্কে আমরা কিছুই জানতাম না। মারোজ নামক স্থানে পৌঁছে আমরা জনৈক ব্যক্তিকে রাত্রিকালে গান গাইতে শুনি, তিনি গাইছিলেন, জেনে রাখবে, তিন জনের পরে যিনি ছিলেন সর্বোত্তম ব্যক্তি। মিশর থেকে আগত তুজীবীর হাতে নিহত হয়েছেন তিনি। হজ থেকে ফিরে লোকেরা জানতে পারে যে, উসমান রাদিআল্লাহু তায়ালা আনহু মিশর থেকে আগত তুজীবীরের হাতে নিহত হয়েছেন । এই হীনো জঘন্য ঘটনা সংঘটিত হলে সকলে স্তম্ভিত হয়ে যান এবং সকল মানুষ এই ঘটনার নিন্দা করেন। অজ্ঞ, মূর্খ ও পাষণ্ড বিদ্রোহীদের অনেকেই এই জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়। এই কর্ম দ্বারা নিজেদেরকে বাছুর পূজারীদের অনুরূপ বিবেচনা করে, যাদের সম্পর্কে কুরআন মাজীদে মহান আল্লাহ্ উল্লেখ করেছেন – তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে, তারা বিপথগামী হয়েছে তখন তারা বললো আমাদের পালনকর্তা যদি আমাদেরকে দয়া এবং ক্ষমা না করেন তবে তো আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবো। (সুরা আরাফ)
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: