আল্লাহ তাআলার ১০০টি উপদেশ জানলে আপনি জ্ঞানী হয়ে যাবেন।আল্লাহর ১০০টি উপদেশ আপনাকে জ্ঞানী করে দিবে।
Автор: Islamer Sonali Path
Загружено: 2024-08-07
Просмотров: 2389
Описание:
আল্লাহ তাআলার ১০০টি উপদেশ জানলে আপনি জ্ঞানী হয়ে যাবেন।আল্লাহর ১০০টি উপদেশ আপনাকে জ্ঞানী করে দিবে।
আসসালামু আলাইকুম ওয়া রামাতুল্লাহ ! ইসলামের সোনালী পথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম।
শুধুমাত্র কুরআন থেকে নেওয়া আল্লাহর ১০০ টি উপদেশ।
১।তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না ও সত্য গোপন করা ।
২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো।
৩। পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না ।
৪। কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না।
৫।করো অন্ধ অনুসরণ করো না ।
৬।প্রতিশ্রুতি ভঙ্গ করো না ।
৭।ঘুষ আদান প্রদানে লিপ্ত হয়ো না।
৮।সীমালংঘন করো না।
৯।আল্লাহর রাস্তায় ব্যায় করো।
১০। অনাথদের রক্ষনাবেক্ষণ করো।
১১।স্রাব কালে যৌনসংগম করো না।
১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও।
১৩। শতগুন দেখে শাসক নির্বাচন করো।
১৪।দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।
১৫।প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না।
১৬।প্রয়োজনে সহযোগিতা করো।
১৭।সুদ গ্রহণ করো না।
১৮।যদি ঋণীঅভাবগ্রস্থ হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও।১৯।ঋণের বিষয় লিখে রাখো।
২০।আমানত রক্ষা করো।
২১।গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পর নিন্দা করো না।
২২।সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো।
২৩। আল্লাহর সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেননা,সে তাই পায় জা তার অর্জন।
২৪।তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।
২৫। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি,নির্দেশ দিবে ভালো কাজের এবং বরণ করবে অন্যায় কাজ থেকে।
২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না।
২৭।এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো।
২৮।পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে।
২৯।মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বণ্টন করতে হবে।
৩০।সম্পদের উত্তরাধিকারে নারীদের ও সুনির্দিষ্ট অধিকার আছে।
৩১।ওনাথদের সম্পদ আত্মসাৎ করো না।
৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না।
৩৩।অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না।
৩৪।পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভাব পুরুষ বহন করবে।
৩৫।অন্যদের জন্য সদাচারী হও।
৩৬।কার্পণ্য করো না এবং অন্যকে কর্পণ্যের শিক্ষা দিও না।
৩৭। বিদ্বেশি হয়ো না।
৩৮।মানুষের সাথে ন্যায়বিচার করো।
৩৯।একে অপর কে হত্যা করো না।
৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না।
৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো।
৪২।সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো।
৪৩। সীমালংঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।
৪৪।মৃত পশু, রক্ত ও শুয়োরের মাংস নিষিদ্ধ।
৪৫।সৎপরায়ন হও।
৪৬।অপরাধীকে দৃষ্টান্ত মূলক শাস্তি দাও।
৪৭। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না।
৪৮। মাদক দ্রব্য বর্জন করো।
৪৯।জুয়া খেলো না।
৫০।ভিন্ন ধর্মাবলম্বী উপাস্যদের গালমন্দ করো না।
৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়।
৫২।মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না।
৫৩।অহংকার করো না।
৫৪। পানাহার করো কিন্তু অপচয় করো না।
৫৫।সালাতে উত্তম পোশাক পরিধান করো।
৫৬।অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো।
৫৭।যুদ্ধে ভিত হয়ে পশ্চাদ মুখী হয়ো না।
৫৮।যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও।
৫৯।পবিত্র থেকো।
৬০।আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।
৬১। যারা অজ্ঞতাবসত ভুলত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন।
৬২। জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহতালার প্রতি আহবান করে।
৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না।
৬৪।পিতা মাতার সাথে সদ্যবহার করো।
৬৫। পিতামাতাকে অশ্রদ্ধা করে উহ! শব্দটিও বলো না এবং তাদের জন্য দোয়া করো।
৬৬।অর্থ অপচয় করো না।
৬৭। দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না।
৬৮।অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না।
৬৯।যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না।
৭০। শান্তভাবে কথা বলো।
৭১।অনর্থ জিনিস থেকে দূরে থাকো।
৭২।অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করও না।
৭৩।পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হিফাজত করবে, নারীরা নিজেদেরকে পর্দা রাখবে।
৭৪।বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না।
৭৫। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো।
৭৬।এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ করো এবং অনর্থ সৃষ্টি করো না।
৭৭।আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না।
৭৮।সমগামিতায় লিপ্ত হয়ো না।
৭৯।সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো।
৮০। দম্ভোভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না।
৮১।কন্ঠস্বর নিচু রেখো।
৮২। নারীরা যেন অন্ধকার যুগের মত অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে।
৮৩।আল্লাহ তায়ালা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন।
৮৪।আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।
৮৫।ভালো দ্বারা মন্দ প্রতিহত করো।
৮৬। যে কোনো বিষয়ে পরামর্শে মাধ্যমে সিদ্ধান্ত নাও।
৮৭।মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা কোরো।
৮৮। কাউকে পরিহাস করো না ।
৮৯।সন্দেহ থেকে বিরত থেকো।
৯০।পরনিন্দা করো না।
৯১।আল্লাহভীরু ব্যক্তিই সবচেয়ে সম্মানিত।
৯২।অতিথির সম্মান করো।
৯৩। দাতব্য কার্যে অর্থ ব্যয় করো।
৯৪।দ্বীনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই।
৯৫।জ্ঞানীজনকে আল্লাহ তায়ালা সুউচ্চ মর্যাদায় উন্নতি করবেন।
৯৬।অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো।
৯৭। লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো।
৯৮। আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করো।তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু।
৯৯।ভিক্ষুককে ধমক দিও না।
১০০।অভাবগ্রস্থ কে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশ গুলি মানার তৌফিক দান করুন, আমীন!
#আল্লাহতাআলার১০০টিউপদেশজানলেআপনিজ্ঞানীহয়েযাবেন
#আল্লাহর১০০টিউপদেশআপনাকেজ্ঞানীকরেদিবে
#পবিত্রকুরআনেথেকে১০০টিশিক্ষামুলকউপদেশ
#আল্লাহর১০০টিউপদেশ
#ইসলামেরসোনালীপথ
#islamersonalipath
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: