ইসলাম যেসকল বিষয় মানুষের কাছে গোপন রাখবেন।
Автор: Saki's World
Загружено: 2025-11-16
Просмотров: 166
Описание:
আল্লাহ যখন বড় নিয়ামত দেন—
গাড়ি, বাড়ি, ব্যবসা, রিযিক, সুখ—
এগুলো আল্লাহর রহমত এবং পরীক্ষা দুটোই।
কিন্তু ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে—
বড় নিয়ামত মানুষের সামনে আনন্দ করে প্রকাশ করা ঠিক নয়।
কেন?
▪️ নজর লাগতে পারে
▪️ হিংসা জন্মাতে পারে
▪️ হৃদয়ে রিয়া (দেখানো) ঢুকে যেতে পারে
▪️ নিয়ামত টিকে না থাকার ভয় থাকে
▪️ গোপন নিয়ামত আল্লাহ বেশি বরকত দেন
📖 কুরআনে আল্লাহ বলেনঃ
“তোমার রবের নিয়ামত প্রকাশ করো”—
কিন্তু দেখানোর জন্য নয়,
শুকর আদায় করার জন্য, সীমিতভাবে, অহংকার ছাড়া।
📌 তাই নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন সাফল্য—
সবার সামনে গর্বের সাথে শেয়ার করা নয়,
বরং কৃতজ্ঞতার সাথে আল্লাহর কাছে সমর্পিত করা।
Music:Humming Nasheed Yt-Royalty free music (no copyright
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: