নওফেলও হুশিয়ার করলেন বিদ্রোহী প্রার্থীদের
Автор: CHATTOGRAM 24
Загружено: 2020-03-19
Просмотров: 375
Описание:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় সমর্থিত ছাড়া কেউ মাঠে থাকলে তাকে কোন ছাড় দেয়া হবে না বলে সতর্ক করলেন শিক্ষা উপ মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিকালে নগরীর হোটেল পেনিনসুলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নওফেল বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে বলেন, দলীয় সাংগঠনিক শৃংখলার প্রশ্নে আমরা কেউই কোন ছাড় দেবনা। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। বিদ্রোহী সব প্রার্থী এই সিদ্ধান্ত একমত পোষণ করেছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী নওফেল সতর্ক করে দিয়ে বলেন, এটা যারা মানবে না, তাদের মানানোর ব্যবস্থা আমাদের আছে।
চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উপস্থিতি ওই ব্রিফিংয়ে নওফেল বলেন, কাউন্সিলর প্রার্থীদের রাজনৈতিক ক্যারিয়ার আছে। তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চই ক্ষতিগ্রস্থ করতে চাইবেন না। রাজনীতিটা একদিনের জন্য না। সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী আছেন তাদের রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয় নিয়েই তারা ভোটারদের দুয়ারে যাচ্ছেন, সরকার সমর্থক প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করছেন।
নওফেল বলেন, ওই প্রার্থী যদি দলীয় শৃংখলা না মানেন, তখন তার (বিদ্রোহীপ্রার্থী) চাওয়ার জায়গাটা ছোট হয়ে যাবে, যদি তিনি দলীয় শৃংখলার বাইরে থাকেন।
দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি দলীয় সাংগঠনিক শৃংখলার প্রশ্নে কেউই কোন ছাড় দেবনা। দলীয় প্রার্থী হিসাবে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, এক্ষেত্রে আমরা কেউ যে কোন পর্যায় থেকে যদি মনে করি, আমরা বড় নেতা, আমার অবস্থান অনেক ভালো: আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলেই আজকে আমাদের এত হাকডাক। এই সরকারের নেতৃত্বে আছে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্ত না মানি তাহলে আমার অস্থিত্বও থাকবে না। এটা না বুঝে অতি উৎসাহী যারা মাঠে নামতে চাই, তাদের উপলব্দি আসতে আসতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবাই দলের ভালো চাই। আমরা বিশ্বাস করি শেষ মুহূর্ত পর্যন্ত তারা (বিদ্রোহীপ্রার্থী) নিজেকে সংকুচিত করবে, নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের জন্য কাজ করবে। দলে যারা নিবেদিত প্রাণকর্মী তারা এটা করবে এই আত্মবিশ্বাস আমাদের আছে।
সব প্রার্থী এই সিদ্ধান্ত একমত পোষণ করেছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী নওফেল সতর্ক করে দিয়ে বলেন, এটা যারা মানবে না, তাদের মানানোর ব্যবস্থা আমাদের আছে।
এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু উপস্থিত ছিলেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: