ছাদ বাগানে ফুলের মেলা বসিয়েছেন বসিরহাটের তুষার গুহ ।Roof garden filled with flowers।Green friends।
Автор: Green Friends
Загружено: 2020-04-14
Просмотров: 19945
Описание: দেখার মত ছাদ বাগান তৈরী করেছেন বসিরহাটের লেখক তুষার গুহ ।যেন মনে হচ্ছে ফুলের শো চলছে ছাদের উপর। সত্যিই এই গরমের সময় প্রতি বছর এই সময় ছাদে ফুলের শো করেন লেখক তুষার গুহ। তবে এ বছর এই গাছ কিভাবে পটিং ও প্রতিস্থাপন ও পরিচর্যা করেন সব কিছু নিয়ে একটা ভিডিও আমরা ছেরেছি বা প্রচুর মানুষ দেখেছেন সেই ভিডিও। মূলত এই সব আ্যডেনিয়াম ফুল গাছ সুরকি বা ইট গুরো তে বসানো হয়েছে। খাবার বছরে 2বার দেন। তবে পটিং এর সময়ে হাড়ের গুড়ো। সিং কুচি ।নিম খোল ।ফাঙিগসাইড ব্যবহার করেন তুষার দা ।সেই ভাবে বা নিয়ম করে কোন সময় রোগ পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার করেন না। যদি পোকা ধরে তাহলে নিম তেলের বা নিম পাতার কীটনাশক তৈরি করে ব্যবহার করেন। এখন পর্যন্ত সেরা আ্যডেনিয়াম বাগান বলতে এই তুষার দার টি সব থেকে বড়ো আ্যডেনিয়াম বাগান ।কম কেয়ার ও নরমাল পরিচর্যা করুন যারা সময় পান না। তো ভিডিও টি সম্পুর্ন দেখুন ও এই ভিডিও টির শেষে 4টি ভিডিও আছে সেই ভিডিও গুলো ফলো করুন ।আপনারা সব সময় Green friends কে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ. এই ভাবে আমরা একদিন সব ধরনের ছাদ বাগান তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের এখানে প্রচুর মানুষ যে ছাদ বাগান করছেন সেটা জানতে ও পারবো ধন্যবাদ ভালো থাকবেন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: