আসরের নামাজ কাজা হলে মাগরিবের নামাজ আগে পড়ব নাকি আসরের কাজা নামাজ
Автор: Apnar Posno আপনার প্রশ্ন
Загружено: 2022-03-09
Просмотров: 408196
Описание:
কোন কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আগে মাগরিবের নামাজ পড়বো নাকি কাজা নামাজ পড়বো ?
কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নতের কাযা করতে হবে ?
বোন তাছলিমা আপনার প্রশ্নের উত্তর হলো যে নামাজ আগে কাজা হবে সেটা আগে পড়তে হবে ।
যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন । মাগরিবের নামাযের কাযা আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন এরপর আপনাকে এশার পড়তে হবে ।
যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন ।
আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে দরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনার এটাইমে, মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন তা হলে সে ক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাযা হয়ে যেতে পারে এইরকম হলে সে ক্ষেত্রে মাগরিব পড়ে ফেলবেন আসার পরে পড়বেন । কিন্তু, সাধারণ অবস্থাতে ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন অর্থাৎ যেটা কাযা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন । আর নামাজ যেন কাযা না হয় সেজন্য একজন ঈমানদারের সর্বোচ্চ শ্রেষ্ঠা থাকতে হবে । একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনে যেন এই রকম না হয় সে ব্যাপারে সতর্ক থেকে তিনি কাজা করবেন । আর যখন কাযা করবেন তখন সুন্নতে মুয়াক্কাদা যে নামাজ গুলো আছে সেগুলো সহ করবেন ।
বিশেষ করে নবী কারিম সাঃ জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছে কোন এক জায়গায়, মদিনায় আসছিলেন পথের মধ্যে তাদের ঘুমের আতিশয্যার কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন । যার কারণে তাদের সকলের ফজরের নামাজ কাজা হয়ে গেছিল । তখন ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত আদায় করেছেন এবং কাযা করেছেন । কাযা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নত সহ করা উত্তম যদিও না করলে ফরজ আদায় করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে দায়মুক্ত হতে পারবেন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: