হানজালার গোসল তৃতীয় আসমানে জমজমের পানিতে || হানজালা রাঃ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা | Islamic Story
Автор: Graphico
Загружено: 2023-09-05
Просмотров: 1351
Описание:
হানজালার গোসল তৃতীয় আসমানে জমজমের পানিতে ||
হানজালা রাঃ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা |
Islamic Story
উহুদ যুদ্ধের ময়দান। যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের নির্দেশে সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছে।
কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটি খুঁজে পাওয়া যাচ্ছিলো না!
সাহাবীরা বেরিয়ে পড়লেন হানজালার লাশ খুঁজতে....
হঠাত হিজাবে আবৃত একজন মহিলা রাসূল সা. এর কাছে এসে দাঁড়ালেন। রাসূল সা. মহিলাটিকে চিনতে পারলেন না। তিনি বললেন, "ইয়া রাসূলুল্লাহ! গতকাল আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে?"
রাসূল সা. বললেন, "হ্যাঁ, আমি তো গতকাল হানজালার বিয়ে পড়িয়েছি! যার বিয়ের খুশীতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম!"
মহিলাটি বললেন:
"আমি হানজালার স্ত্রী। আজ তিনি আমার সাথেই ছিলেন। সে সময় তিনি গোসল শুরু করছিলেন। হঠাত এক ঘোষকের কথা তাঁর কানে এলো- 'এক্ষুনি জিহাদে বেরুতে হবে'....আর সেই ডাক শুনে তিনি গোসল অসম্পূর্ণ রেখেই তৎক্ষনাৎ বেরিয়ে পড়েছিলেন।
.....তাঁর সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ায় আগে শুধু বলে গেছেন, 'যদি বেঁচে থাকি, তাহলে দুনিয়ায় আবার দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই, তাহলে দেখা হবে জান্নাতে!'
.....তারপর তিনি আমার কপালে একটি চুমু দিয়ে দ্রুত বের হয়ে গেলেন।
.....ইয়া রাসূলুল্লাহ! শহীদদের তো আপনি গোসল দেন না। কিন্তু আমি অনুরোধ করছি, আমার হাজবেন্ডকে আপনি গোসল দেয়ার অনুমতি দিন। তিনি ফরজ গোসল করার সুযোগ পাননি।"
এমন সময় এক সাহাবী দৌড়ে এসে বললেন, হানজালাকে পাওয়া গেছে!
সব সাহাবীরা হানজালার লাশের কাছে গেলেন এবং দেখতে পেলেন, কাফনের ভেতর লাশের মাথায় পানি! হানজালার চুল থেকে পানি ঝরছে!
সেসময় জিবরাইল আ. রাসূল সা. এর কাছে আসলেন এবং বললেন, "ইয়া রাসূলুল্লাহ! হানজালা রা. এর কুরবানীতে আল্লাহ তা'য়ালা এতোটাই খুশী হয়েছেন যে, তিনি হানজালার গোসল ফেরেশতাদের দিতে আদেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ! আমরা তাঁকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি আর তাঁর শরীর থেকে যে সুগন্ধ বের হচ্ছে, এটা আল্লাহর বিশেষ খুশবু মিশক আম্বরের। আমরা এটি তাঁর কাফনে ছিটিয়ে দিয়েছি।" (হায়াতুস সাহাবা- ৩/৫৪৪)
সুবহানআল্লাহ!
/ @graphico26
যারা ইসলামিক স্টোরি এবং বিশ্বের নানা বিস্ময়কর ঘটনা জানতে চান তারা চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: