একজন দরিদ্র মানুষের কষ্টের জীবন কাহিনী। দরিদ্র হলেও এখানেই এক জীবনের শেষ নয়।
Автор: R$ Rimon 1M
Загружено: 2025-01-31
Просмотров: 5
Описание:
দরিদ্র হলেও এখানেই এক জীবনের শেষ নয়। একটি দরিদ্র মানুষের কষ্টের জীবন কাহিনী।
গল্পটি একটি অতি দরিদ্র পরিবারের মহিলার কষ্ট নিয়া লেখা।এখন মুল আলোচনায় আসি।মহিলাটির নাম রহিমা খাতুন। ছোটবেলা থেকেই কষ্ট,অনাহারে দিন কাটায় রহিমা।কোনো কোনো দিন না খেয়ে দিন কাটাতে হত তার।আর তখন ভাবত তার বিয়ের পর হয়ত তার স্বামিকে নিয়া সুখে দিন কাটবে।কিন্তু সে আর সুখের দেখা পেল না।এভাবেই দিন কাটতে থাকল তার।হঠাৎ একদিন তাকে বর পক্ষ দেখতে এল।আর রহিমাকে তাদের পছন্দ হয়।শুক্রবারে বিয়ের দিন দার্য করে।রহিমা এবার মনে হয় সুখের দেখা পেল।কিন্তু তার এই সুখ বেশি দিন শইল না।রহিমার বরের মাথায় সমস্যা দেখা দিল।টাকার অভাবে চিকিৎসা করাতে পারল না।এতে তার বর পাগল হয়ে গেল।আর রহিমার কষ্ট দেখে কে।রহিমা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন কাটায়।একদিন রহিমা একটা সুন্দর ছেলে হয়।কিন্তু জন্মের পর থেকে পুষ্টিহীন ভুগছে শিশুটি। টাকার অভাবে তার ভালো চিকিৎসা করতে পারে না তার মা।আজ তিন বছর ধরে ফ্রি চিকিৎসার আশায় সদর হাসপাতালের বারিন্দায় শুয়ে থাকে আর সেখানেই তার সাথে আমর দেখা।এভাবেই কি দিন কাটাতে হবে এই দরিদ্র সমাজের।আর সার্থলোভিরা ফুলে ফেপে চলবে সমাজে।ধন্যবাদ।
your quaris
#Aistoryvideo
#topstory
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: