আরবের ইতিহাস । ৩য় পর্ব । History of the Arabs - PK Hitti
Автор: Walk in ISLAM
Загружено: 2024-08-01
Просмотров: 3108
Описание:
পি কে হিট্টি নিকট অতীতের অন্যতম সেরা একজন ইতিহাসবিদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। লেবানিজ বংশদ্ভুত আমেরিকান এই লেখক কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সেমিটিক সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাঁর মহত্তর প্রচেষ্টার ফলেই প্রিন্সটন বিশ্ববিদ্যালয় আজ আরবী পাণ্ডুলিপির একটি অমূল্য সংগ্রহ-ভাণ্ডারে সমৃদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে হিট্টি অবসর গ্রহণ করেন। আরব জাতি, তাদের জীবন সাধনা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং বিশেষভাবে ইসলাম ধর্মের বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে তার ব্যাপক ও বিস্তৃত অধ্যয়ন ছিল।
পি কে হিট্টির লেখা আরব জাতির ইতিহাস বইটি আমাদের দেশে তো বটেই, সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। ইসলামের ইতিহাসের জন্য একে অনেকে আকরগ্রন্থের মর্যাদা দিয়েছে। বইটি রচনায় হিট্টি দশ দশ বছর সময় নেন। ১৯৩৭ সালে প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ম্যাকমিলান কর্তৃক লন্ডন ও নিউইয়র্ক থেকে এটি একযোগে প্রথম প্রকাশিত হলে সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এই পর্যন্ত শুধু মূল ইংরেজি সংস্করণেরই লক্ষাধিক কপি বিক্রি হয়েছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বদৌলতে বইটির সংক্ষিপ্ত সংস্করণ (দি এ্যারাবস, এ শর্ট হিস্ট্রি) বের হওয়ার পর বহু সংস্করণে আত্মপ্রকাশ করে। এরপর বহু ইউরোপীয় ও এশীয় ভাষায় এর অনেকগুলো অনূদিত সংস্করণ বেরিয়েছে। এ ভাষাগুলোর মধ্যে ফরাসী, স্পেনিশ, পর্তুগীজ, ওলন্দাজ, আরবী, উর্দু, বাংলা ও ইন্দোনেশীয় ভাষা উল্লেখযোগ্য।
#audiobook #islamic #historyofislam #arab #muhammad #nobiji #ইসলামিক_ভিডিও #ইসলামিক_কাহিনী
----------------------------------
Music Credit: / @ncm_official
----------------------------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: