শ্রেণিঃ ৮ম,পাঠঃ১ও২।কৃষি প্রযুক্তির ব্যবহার ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণ।
Автор: Razin Saleh
Загружено: 2020-11-28
Просмотров: 375
Описание:
অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়।কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তির ব্যবহার। দ্বিতীয় অধ্যায় এর পাঠ ১ ও ২। ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণ। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়ার ব্যবহার। গুটি ইউরিয়া ব্যবহার করলে নাইট্রোজেনের ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব। ফলন বহুগুন বৃদ্ধি পায়।গুটির আকার বিভিন্ন ধরনের হয়।০.৯ গ্রাম, ১.৮ গ্রাম এবং ২.৭ গ্রাম। পানি দাড়িয়ে থাকা অবস্থায় গুটি ইউরিয়া ব্যবহার করলে ভালো হয়।গুটি ইউরিয়া ব্যবহারের জন্য ধান লাইন করে লাগাতে হবে।
গরু মোটাতাজাকরণ করে বাংলাদেশে আমিষের ঘাটতি পূরণ করা সম্ভব। এ জন্য গরুকে সূষম খাদ্য খাওয়াতে হবে।আমিষ,শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন জাতীয় খাবার দিতে হবে।খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে খাওয়াতে হবে।
#অষ্টম_শ্রেণি#অধ্যায়_দ্বিতীয়#পাঠ_১_২
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: