আমি কবি নজরুল কিংবা রবীনদ্রনাথ কে দেখিনি,,তবে কবি ফেরদৌস আহমেদকে দেখেছি,,যার কবিতা অসাধারণ।।
Автор: Sabbir hossain Official
Загружено: 2023-03-24
Просмотров: 12
Описание:
হে দয়াময় তোমার পথে চালাও আমায় নিজ হাতে
জীবন দিয়ো হক হালালের মরণ দিয়ো সিজদাতে।
মোনাজাতে তোমার ভয়ে ঝরতে দিয়ো আঁখি জল
জোর-জুলুমের ন্যায় প্রতিবাদ করতে দিয়ো বাহুবল।
তোমার সাথে কইতে কথা জাগিয়ে দিয়ো শেষ রাতে,
জীবন দিয়ো হক হালালের মরণ দিও সিজদাতে।
উপোস থাকার শক্তি দিয়ো হালাল খাবার না পেলে
চলতে দিয়ো সত্য পথে দেখে শুনে পা ফেলে।
ধন যদি দাও শক্তি দিয়ো দান করিতে হাত ভরে
দরিদ্রতা দিলে প্রভু ধৈর্য দিয়ো অন্তরে।
মরার আগে যাইতে দিয়ো বিশ্ব নবীর রওজাতে
জীবনে দিয়ো হক হালালের মরণ দিও সিজদাতে।
এটা শুধু আমার কবিতা নয়, এটা আল্লাহ তাআলার কাছে আমার একান্ত প্রার্থনা
মোনাজাত
ফেরদৌস আহমেদ।।।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: