কেমন ছিল আদম (আ.)-এর পরিবার|আলোকিত ঘটনা |নবীদের জীবন কাহিনী
Автор: স্রেষ্ঠ বানীর পথে シ
Загружено: 2025-03-12
Просмотров: 3
Описание:
আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেমন ছিল আদম আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার
আদম আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মানবসভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও
প্রথম নবী। আসমানি ধর্মগুলোর (ইসলাম, খ্রিস্টান ও ইহুদি) বিশ্বাস হলো, পৃথিবীর
সব মানুষ আদম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ
তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কোরো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি
করেছেন এবং যিনি তা থেকে তাঁর স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন।
’ (সুরা নিসা, আয়াত : ১)
পরিবার গঠন : উল্লিখিত আয়াত থেকে বোঝা যায়, আদম আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হাওয়া
আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করা হয়েছিল তাঁর থেকেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা
নারীদের উত্তম উপদেশ দেবে। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা
হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড় বেশি বাঁকা
তুমি যদি তা সোজা করতে যাও, তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও, তাহলে
সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩১)
ইমাম তাবারি রাদিয়াল্লাহু আনহু .উল্লেখ করেন, ‘আদম আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতে বাস করতে দেওয়া
হয়েছিল। সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন।
তাঁর কোনো স্ত্রী ছিল না, যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন। একবার তিনি
ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তাঁর মাথার কাছে একজন নারী বসে
আছেন। আল্লাহ সে নারীকে তাঁর পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আদম (আলাইহি ওয়াসাল্লাম
জানতে চাইলেন, তুমি কে? তিনি বলেন, আমি নারী। আদম আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে
কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন।
’ (তাফসিরে তাবারি)
সন্তান লাভ : কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতে কোনো সন্তান লাভ করেননি। পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ
করেন। এ জন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ করে বলা হয়েছে,
‘আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কোরো এবং যেখানে
ইচ্ছা স্বচ্ছন্দে আহার কোরো; কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হয়ো না
অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের
দুজনের পদস্খলন ঘটাল এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কৃত করল। ...’ (সুরা বাকারা, আয়াত : ৩৫-৩৬)
হাদিসে এসেছে, জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীর সঙ্গে সহবাস করেননি। পৃথিবীতে
আসার পর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন
এবং পদ্ধতি শিখিয়ে দেন। (আল-বিদায়া ওয়ান-নিহায়া : ১/১৯৮)
হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভধারণ বিষয়ে ইরশাদ হয়েছে, ‘অতঃপর যখন সে তার সঙ্গে
.................,.................................................................................,..............................................................
#আদম_আঃ_এর_জীবনী
#হযরত_মুহাম্মদ_সাঃ_এর_জীবনী
#হযরত_আদম_(আঃ)_এর_জীবনী
#হযরত_ওমর_রাঃ_এর_জীবনী
#হযরত_বেলাল_রাঃ_এর_জীবনী_ওয়াজ
#হযরত_মুহাম্মদ_সাঃ_এর_জীবনী
#হযরত_আলী_রাঃ_এর_জীবনী
#হযরত_ইউসুফ_(আঃ)_এর_জীবনী
#হযরত_মুসা আঃ)_ও_ফেরাউনের_এর_কাহিনী
#হযরত_ইব্রাহিম_আঃ_এর_জীবনী
#হযরত_ইউসুফ_(আঃ)_এর_জীবনী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: