যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য (History of the Jessore)
Автор: GM workArt
Загружено: 2025-07-23
Просмотров: 4
Описание:
যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য। যশোর একটি নাম যার মধ্যে লুকিয়ে আছে গৌরবের ইতিহাস। জানেন কি যশোর নামটি এসেছে যশোহর থেকে যার অর্থ হল যশের শহর বা গৌরবের শহর। এর মাটি, এতটাই যষসী যে তার নামকরণ হয়েছিল তার গৌরবময় ইতিহাসের প্রতিফলন হিসেবে। মুঘল আমলে ১৫৮৪ সালে যখন এই অঞ্চল একটি পরগণা হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই শুরু হয় এর নতুন যাত্রা। পরবর্তীতে ১৭৮১ সালে ব্রিটিশ শাসন আমলে যশোর পায় আনুষ্ঠানিক জেলার মর্যাদা। এটি ছিল বাংলার প্রথম দিকের জেলাগুলোর মধ্যে অন্যতম। যশোরের এই মাটির সাথে জড়িয়ে আছে শত বছরের সংস্কৃতি। যশোরের হস্তশিল্প বাংলাদেশের সর্বত্র সুপরিচিত বাঁশ কার্ড আর মাটির শিল্পে এখনকার কারিগররা দক্ষতা স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে যশোরের সবচেয়ে বিখ্যাত হল যশোরের মিষ্টি ক্ষীরমহন, এই মিষ্টি স্বাদ একবার যে পেয়েছে সে কখনো ভুলতে পারে না। শিক্ষার ক্ষেত্রেও যশোর অগ্রণী ভূমিকা রেখেছে ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত যশোরের জেলা স্কুল বাংলাদেশের সবচেয়ে পুরন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখনকার যশোরের কালেক্টর মিউজিয়াম স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য ভান্ডার। প্রাকৃতিক সৌন্দর্যে ও যশোর অনন্য।
#bangladesh
#longvideo
#jessore
#history
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: