ইঁদুরের পেটে কৃষকের কষ্টের ফসল/লালমাই টিভি Lalami tv/lalmai protidin/লালমাই প্রতিদিন/লালমাই উপজেলা
Автор: লালমাই টিভি-LALMAI TV
Загружено: 2023-04-07
Просмотров: 42
Описание:
লালমাই উপজেলা এবং সারা দেশের খবর পেতে (লালমাই টিভি📺 TV)ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব🔔 করে (লালমাই টিভি 📰 লালমাই প্রতিদিনের) সাথে থাকেন।
বিস্তারিতঃ-
লালমাইয়ে বোরো ধানের বাম্পার ফলন
মোহাম্মদ আবদুল মতিন....
এবার বরো মৌসুমে কুমিল্লার লালমাই উপজেলায় সর্বত্র বাম্পার ফলন হবে বলে কৃষকগন আশাবাদি। বর্তমান সময়ে লালমাই উপজেলার সর্বত্র বিভিন্ন জাতের ধানে মাঠ আচ্ছাদিত। ধানের শীষ বের হচ্ছে কোথাও বা পরিপূর্ন শীষ বের হয়ে গিয়েছে। লালমাই কৃষি অধিদপ্তর কর্তৃক যথাসময়ে যথাযথ ভাবে বীজ,সার ও বালাইনাশক সরবরাহ নিশ্ছিত করার ফলে যথা সময়ে বোরো ধান রোপন করা সম্ভব হয়েছে।
অনুকুল আবহাওয়া,কৃষকদের কৃষি বিষয়ে আগের তুলনায় চাষাবাদের দক্ষতা বৃদ্ধি, নিয়মানুযায়ী সার ও বালাই নাশক প্রয়োগ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারনে সেচ সঙ্কট না থাকা এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক সার্বক্ষনিক যত্ন-আত্তির কারনে এবার বোরো মৌসুমের ফলন অন্যান্য বছরের তুলনায় বেশী হবে বলে ধারনা করা হচ্ছে। এ উপজেলায় এবার ৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কোথাও ফলনে উনিশ বিশ নেই। মাঠের ফসল দেখলে হৃদয় জুড়ায়ে যায়। কোন কোন ক্ষেতের ফসল ইঁদুরের উপদ্রবে কিছুটা ক্ষতি হলেও কৃষকগন বিভিন্ন পন্থা অবলম্বন করে ইঁদুর দমন করেন এবং ক্ষতির মাত্রা নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হন। মাঠের এক কৃষক ভাই জানালেন আবহাওয়া অনুকুলে থাকলে আগামি এক-দেড় মাসের মধ্যে বোরোধান ঘরে তোলা যাবে।
✅লালমাই প্রতিদিন অফিসিয়াল ফেইসবুক ফেইজঃ-
✔️ / lalmaiprotidinofficial
✅লালমাই টিভি অফিসিয়াল ফেইসবুক ফেইজঃ-
✔️https://www.facebook.com/profile.php?...
✅লালমাই প্রতিদিন অফিসিয়াল ফেইসবুক আইডিঃ-
✔️ / jashimuddin.bhuyain.52
✅লালমাই টিভি অফিসিয়াল ফেইসবুক পাবলিক গ্রুপঃ-
✔️ / 660791601355553
✅লালমাই টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলঃ-
✔️ / @lalmaitvofficial
🤵♂️শরীফুল ইসলামঃ-
💻 / sharifulislam62811
🤵♂️জসিম উদ্দীন ভূইয়াঃ-
💻 / bhuyain.jashim.1
#lalmaitv #lalamiprotidin #লালমাইরখবব
thanks you everyone for support lalmai tv
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: