অহংকার কাকে বলে? | অনেকেই জানে না
Автор: Ahsan Rakib Official
Загружено: 2025-06-29
Просмотров: 303
Описание:
অহংকার কাকে বলে? | Ahonkar Kake Bole? | অহংকার সম্পর্কে ইসলাম কী বলে?
🔍 অনেকেই অহংকারকে চেহারা, পোশাক, বা কথাবার্তায় আত্মবিশ্বাস মনে করে ফেলেন। কিন্তু আসলেই কি তা অহংকার?
⸻
📌 অহংকার কাকে বলে?
ইসলামের দৃষ্টিতে, অহংকার (অহংকার/কিবর/Pride) হলো—
সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা।
এটি রাসুলুল্লাহ ﷺ-এর একটি বিশুদ্ধ হাদীসের ব্যাখ্যা।
তিনি বলেছেন:
“الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ”
“অহংকার হলো—সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা।”
— (সহীহ মুসলিম: হাদীস ৯১)
⸻
⚠️ অহংকার ও আত্মবিশ্বাস এক নয়!
• ✅ আত্মবিশ্বাস: নিজের সামর্থ্যে বিশ্বাস রাখা, আল্লাহর উপর ভরসা রেখে সাহসিকতা দেখানো।
• ❌ অহংকার: নিজেকে সবার চেয়ে বড় মনে করা, অন্যকে নিচু ও তুচ্ছ ভাবা।
⸻
🚫 অহংকার কেন ক্ষতিকর?
1. আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। (সূরা নাহল: ২৩)
2. ইবলিস অহংকার করে আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকার করেছিল। (সূরা আরাফ: ১২)
3. রাসুল ﷺ বলেছেন, “যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ মুসলিম: ৯১)
⸻
❤️ অহংকারমুক্ত হওয়ার উপায়:
• 🔹 নিয়মিত আত্মসমালোচনা করুন।
• 🔹 সত্য মেনে নেওয়ার অভ্যাস গড়ুন, যে-ই বলুক।
• 🔹 মানুষকে সম্মান দিন — সে ছোট হোক বা বড়।
• 🔹 নিজেকে সবসময় আল্লাহর এক অক্ষম বান্দা মনে করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: