শিক্ষক সংকটে ভঙ্গুর দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের পদ শূন্য
Автор: CHTBarta
Загружено: 2025-10-11
Просмотров: 49
Описание:
মথি ত্রিপুরা, রুমা প্ররতিনিধিঃ
বান্দরবানের সদর উপজেলার সাত নং ওয়ার্ড, চার নং সুয়ালক ইউনিয়ন দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম শিক্ষক সংকটে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত আঠার আগস্ট দুই হাজার চব্বিশ সালে হঠাৎ প্রধান শিক্ষক বদলি হয়ে যায়। তখন থেকে প্রতিষ্ঠানটিতে মাত্র তিনজন শিক্ষক দিয়ে শিক্ষার কার্যক্রম চলছে। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা শতাধিক হওয়ায় পাঠদান করা ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজেও জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে বিদ্যালয়ে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট এক শত পঞ্চান্ন জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত।
অভিভাবকরা জানান, দেওয়াই হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য গত তিন মাস আগে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়। কিন্তু কোনো কার্যকরি পদক্ষেপ নেয়নি। বর্তমানে শিক্ষকের সংখ্যা কম এবং প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষার মান হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার মুহম্মদ এমদাদ হোসেন জানান, আমরা ইতিমধ্যে বিদ্যালয়টির শিক্ষক সংকট ও প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবগত করেছি। আগামী কয়েকটি মাস পরে খুব দ্রুতই নতুন শিক্ষক পদায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: