চর্যাপদ | বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন | BCS Bangla Literature
Автор: উত্তরণ | Uttoron Career & Skills Academy
Загружено: 2021-10-02
Просмотров: 13464
Описание:
চর্যাপদ | বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন | BCS Bangla Literature
📢 BCS প্রিলি অ্যাডভান্স কোর্স (অনার্স ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য)
বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করুনঃ👉 https://cutt.ly/bcs_adv
✍️ চর্যাপদঃ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন
বাংলা সাতিহ্যের কথা আসলে আমাদের মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র কিংবা হুমায়ূন আহমেদ প্রমুখ প্রথিতযশা সাহিত্যিকের নাম। তারা আমাদের কাছে বাংলা সাহিত্যকে নিয়ে গিয়েছেন অন্য রকম উচ্চতায়। কিন্ত তাদের উত্তরসূরী কারা ছিল বা তাদের বর্তমান সাহিত্যচর্যার বর্তমান ধারা কোথা থেকে এসেছে ? একটা ধারা তো এক দিনেই আসে না যুগ যুগ বা শতাব্দির পর শতাব্দি লেগে যায়।
বাংলা সাহিত্যের আদিরূপ হল চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন হলো এই চর্যাপদ। বাংলা ভাষার উৎস ধরা হয় যে ভাষাকে, অর্থাৎ ‘নব্য ভারতীয় আর্যভাষা’, তারও প্রাচীনতর নিদর্শন চর্যাপদ। প্রায় এক হাজার বছর পূর্বে যার যাত্রা শুরু হয়েছিল।
চর্যাপদ কি , কবে রচনা হয়েছিল?
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম, এবং বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন। এখন পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীনযুগের এই একটাই নিদর্শন পাওয়া গেছ। তবে তার মানে এই নয়, সে যুগে বাংলায় আর কিছু লেখা হয়নি বা তার আগে লেখা হয় নি। হতে পারে লেখা হয়েছিল, কিন্তু সংরক্ষিত হয়নি।
চর্যাপদের ভাষাঃ
চর্যাপদের ভাষায় ৫টি ভাষার মিশ্রণ দেখা যায় – বাংলা, হিন্দি, মৈথিলী, অসমীয়া ও উড়িয়া। চর্যাপদের সংগ্রহ প্রকাশিত হওয়ার পর এর ভাষা নিয়ে যেমন প্রচুর গবেষণা হয়েছে তেমনি প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। ভারতের বিভিন্ন ভাষাবাষীরা এই চর্যাপদের উপর নিজ নিজ মাতৃভাষার অধিকার দাবি করে বিতর্ক সৃষ্টি করেছেন।
#bcsbangla #bcs_preparation #bangla_literature #বাংলা_সাহিত্য
[ bcs bangla literature,chorzapod,চর্যাপদ,চর্যাপদের সমাজচিত্র,চর্যাপদ কবিতা,চর্যাপদ কবে আবিষ্কৃত হয়,চর্যাপদের কবিদের পরিচয়,চর্যাপদ প্রশ্ন উত্তর,চর্যাপদ আলোচনা,choryapod,charjapod,charyapod,chorjapod bangla,chorjapod,প্রাচীন নিদর্শন,bangla sahitya,prachin jug,history of bengali literature,bangla sahityer itihas,bangla sahityer prachintomo grontho,বাংলা সাহিত্যের ইতিহাস,বাংলা সাহিত্য,বাংলা সাহিত্যের প্রাচীন যুগ,bcs uttoron,উত্তরণ,চর্যাপদ কি,চর্যাপদের ভাষা ]
*Follow us on*
Website :
►►►https://uttoron.academy/
** Facebook Page: ► / uttoronacademy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: