পৃথিবীর যেসব দেশে নারীদের চাহিদা বেশি
Автор: অবসর
Загружено: 2018-08-08
Просмотров: 3582
Описание: বিশ্বের যে ১০টি দেশে নারীদের চাহিদা সবচেয়ে বেশি =============================== জনসংখ্যা এক অদ্ভুত জিনিস। পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি আবার কিছু দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। আজ আপনাদের জানাবো পৃথিবীর এমন ১০ টি দেশ এর ব্যাপারে যেখানে নারীদের চাহিদা সবচেয়ে বেশি – ১। চীনের মোট জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্য ৩৪ মিলিয়ন বেশি। যার ফলে এখানে নারীদের চাহিদা সবচেয়ে বেশি। চীন কানাডা ২। কানাডায় নারীর তুলনায় ২লাখ ৫০ হাজার বেশি পুরুষ রয়েছে। তাই সেখানে নারীদের আলাদা ডিমান্ড রয়েছে। ভারত সাইপ্রাস ইতালী নরওয়ে আইসল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড ৩। পরিসংখ্যান অনুযায়ী ফিনল্যান্ডে ২৫ থেকে ৫৪ বছর বয়সী ২লাখ ৫৬ হাজার পুরুষের ডেট করার জন্য কোন প্রিয় মানুষ নেই। পুরুষের তুলনায় নারী কম থাকায় এখানেও নারীর চাহিদা রয়েছে। ৪। ভারতে ২৪ বছরের নিচে প্রতি ১০০ জন নারীর বিপরীতে ১১০ জন পুরুষ রয়েছে। জীবন সঙ্গীর সংকট দূর করতে এখানেও নারীর চাহিদা অনেক। ৫। অনেক নারী অভিবাসী থাকা সত্ত্বেও এখনো সাইপ্রাসের পুরুষদের জন্য নারীর ঘাটতি রয়েছে। ৬। ইতালীয় নারীদের খুব কমই নিজেদের গৃহিণী হিসেবে দেখতে চায়। তারা নিজের ক্যারিয়ার গড়ার ব্যাপারেই সবচেয়ে বেশি আগ্রহী। তাই অধিকাংশ ইতালীয় নারী অল্প বয়সেই কাজ অথবা পড়াশুনার জন্য বিভিন্ন দেশে চলে যায়। যার ফলে এখানেও নারীদের চাহিদা দিন দিন বাড়ছে। ৭। নরওয়েতে নারীর তুলনায় ১২ হাজারের অধিক পুরুষ রয়েছে। তারা এখনো জানেনা কিভাবে এই ব্যবধান কমাবে। ৮। আইসল্যান্ডে ১০০ জন নারীর বিপরীতে ১০৪ জন পুরুষ রয়েছে। যার ফলে, মাঝে দিয়ে একটি গুজব শুনা গিয়েছিলো এমন, কোন বিদেশী নারী যদি আইসল্যান্ডের যুবকদের বিয়ে করে তাহলে আইসল্যান্ড সরকার তাদেরকে টাকা দিবে। যদিও তাদের পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছিল। ৯। সুইডেনে শরনার্থী হয়ে আসা অনেক নারীর সঙ্গে পুরুষদের যুক্ত করা হয় তারপরেও এখনো সুইডেনে পুরুষের তুলনায় ১৫ হাজার নারী কম রয়েছে। ১০। সুইজারল্যান্ডের অবস্থাও অনেকটা সুইডেন এর মতোই। নারীদের সংখ্যা কম হওয়ায় এইসব দেশে দিন দিন নারীর চাহিদা বেড়েই চলছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: