এক দৃষ্টিহীন সফল মাশরুম চাষি। ek drishtyhin bekti shofol mashrum chashi.
Автор: FK vision.bd.
Загружено: 2024-02-11
Просмотров: 42
Описание:
fk vision.bd জীবনের কথা বলে, প্রাণের কথা বলে, জীবনকে নতুন উদ্যমী হতে শিখায়।
জীবন পরিচালনার জন্য কি করব, কিভাবে করব এবং কেন করব? সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে।
এক দৃষ্টিহীন ব্যক্তি কিভাবে তার জীবনের সফলতা নিয়ে এসেছে দেখে নিন।
মাশরুম একটি অতি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। মাশরুম খেলে অতি অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠে দ্রুত।
নিয়মিত মাশরুম খাইলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে না বললেই চলে।
তাই বলবো যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত মাশরুম খান। যদি কারো মাশরুমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল দিয়ে জানাবেন।
ঢাকা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্যে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কল করতে পারেন।
সিংগাইর উপজেলার অন্তর্গত চান্দহর ইউনিয়নে বসবাসকৃত এক দৃষ্টিহীন ব্যক্তি মাশরুম চাষ করে সফলতা নিয়ে এসেছেন।
তার মোবাইল নাম্বার নিম্নে উল্লেখ করা হলো।
01313260054. এই নম্বরে হোয়াটসঅ্যাপ ও আইএমও রয়েছে।
তবে অবশ্যই মাশরুমের মূল্য আলোচনা সাপেক্ষ। #banglahealthtips
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: