বাবাকে নিয়ে আবেগঘন আবৃত্তি : প্রিয় বাবা | Ibrahim Kobbadi// Shariful Alam Chowdhury official
Автор: shariful Alam chowdhury official
Загружено: 2021-05-31
Просмотров: 205
Описание:
বাবাকে নিয়ে আবেগঘন আবৃত্তি : প্রিয় বাবা আবৃত্তি : ইবরাহীম কোব্বাদী লেখা : এনায়েতুল্লাহ ফাহাদ রেকর্ড : সাউন্ড আর্ট স্টুডিও, সাউন্ড ডিজাইন : যাইনুল আবেদীন ভিডিও : কে ডট মাল্টিমিডিয়া, জিএফএক্স : আবিষ্কার ............................................ প্রিয় বাবা, এতদিন বেশ ভালোই কাটছিলো। তুমি পাশে থাকার অনুভূতিগুলো বটবৃক্ষের বিস্তৃত ছায়াতল ছিল। আমার সুখোরাজ্যের ছাউনি হয়ে আগলে রাখতে ভালোবাসার পরশে, আদর স্নেহের আবেশে। বাবা, বড্ড ভালো ছিলাম,সুখে ছিলাম তোমার দু’আয়, তোমার নয়ন জুড়ানো চাহোনিতে। জীবনের ক্ষণে ক্ষণে উৎসাহ উদ্দীপনা ভরসা দিতে। বাবা, এতদিন তোমায় দেখে তোমার সোহাগ মেখে হৃদয় জুড়াতাম। আলোকোজ্জ্বল পথে জীবনের পরতে পরতে তোমায় পেতাম। কিন্তু হঠাৎ, মনের অজান্তেই যেন ফুটন্ত গোলাপ ঝরে গেল। আর পাচ্ছিনা গোলাপের সেই ঘ্রাণ, নিথর দেহে নেই, প্রিয় বাবার প্রাণ। বাবা, আজ তোমার এই মহাপ্রস্থান, তুমি না থাকার শুন্যতা, আমাকে নিরবে কাঁদায়। নীরব রজনীতে ভাবি তোমাকে চেয়ে থাকি আনমনে আকাশের তারায়। তবুও, বারবার দোলা দিয়ে যায় তোমার স্মৃতি। জনমভর তোমার প্রতি থাকবে বিনম্র শ্রদ্ধাপ্রীতি। বাবা, আজ তুমি হারিয়ে গেছো, দু’নয়ন থেকে আড়াল হয়েছো, তবে, স্মৃতি থেকে তুমি হারাতে পারোনি। তুমি আমার সুখস্মৃতি, ভালোবাসার ভান্ডার আমার প্রীতি। বাবা, তুমি আজও বেঁচে আছো মনে প্রাণে, তোমার সন্তানের সঠিক পথেচলা, সৎ কথা বলা, তোমাকে বাঁচিয়ে রাখবে তোমার অশ্রুমাখা দু’আ , প্রিয় বাবা, স্মৃতি হয়ে বেঁচে আছে তোমার ছাঁয়া। স্মৃতি হয়ে বেঁচে থাক তোমার মায়া। বাবা ও প্রিয় বাবা, ওপারে তুমি ভালো থেকো , আমরা ভালো আছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগীরা। ............................................
ওপারের ডাক
• Oparer dak // New nasheed 2021 // by Shari...
খালিক মালিক
• New Nasheed Khalik Malik by Shariful Alam...
সত্যের আহবান
• সত্যের-আহবান-/ sottyer ahoban Islamic song...
বিয়ের গান
• #_ইসলামী_বিয়ের_গান ///islamic biyer gaan
#prio_baba
#Shariful_Alam_Official
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: