ডিলা কুলুপ নিয়ে ৪০ কদম হাটাহাটি করার বিধান কি?
Автор: abu Anas
Загружено: 2016-03-10
Просмотров: 7785
Описание:
কোরআন ও সহীহ হাদীসের নিদের্শনার আলোকে পানি ও ডিলা কুলূপ একত্রে ব্যবহারে রাসুল (সাঃ) ও তাঁর সাহাবীদের তরফ থেকে এমন কোন নিয়ম নেই। এমন কাজ বিদ’আত ও সুন্নাহ বিরোধী। সুতরাং এমন কাজ করলে সে গুনাহগার হবে। বরং এই কাজটি নির্লজ্জ ও বেহায়াপনা কাজ ছাড়া আর কিছুই নয়।
-শহীদুল্লাহ খান মাদানী!
-
লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। তাহলে কোন মানুষ যদি লজ্জা স্থান ধরে ঘুরাফিরা করে তাহলে কি এটাকে লজ্জা করা বলা হয়?প্রসাব কারার পর,হাটাহাটি করা,কাশাকাশি করা,
পায়ে পায়ে পেচ দেওয়া -শয়তানের এই সব কাজে হাসি পায়।ইবনে তাঈমিয়া বলেন,
-প্রসাব হচ্ছে গাভীর স্তনের দুধের মতো। যতই টানাটানি করা হবে কিছু না কিছু বের হতেই থাকবে।
-আব্দুর রাকিব মাদানী।
-
আমাদের শরীরে ৩ ভাগের ১ ভাগই পানি। আপনি কুততেই থাকবেন,প্রসাব বের হতেই থাকবে। আপনার বলছেন এটা সুন্নাত, মোস্তাহাব।কিন্তু এর দলিল টা কোথায়?
সুন্নাত, মোস্তাহাব হতে হলে একটা দলিল লাগবে তো? সেই দলিলটা কোথায়? আর আপনারাই তো বলছেন দাড়িয়ে প্রসাব করা না-জাযায়েজ।তো আপনি যখন দাড়িয়ে আছেন, প্রসাব পড়ছে না মধু পড়ছে? এগুলো কোন কিতাবে নাই, আপনারা একটু কিতাব পড়ে দেখুন....
-মোসলেহ উদ্দীন!
-
চলমান ধর্ম নয়, চুড়ান্ত ধর্ম দরকার। কাশাকাশি করে, নাচানাচি করে ৪০ কদম হাটাহাটি করা -এটা কত বড় খারাপ জিনিস আপনি চিন্তা করেন!!! আমি দারুল উলুম দেওবন্দ –এ থাকলাম এক সপ্তাহ!
কিন্তু তাদের বাথরুমে ওযু করলাম, কোন টিস্যূ বা ডিলা দেখলাম না, কোন ঝুড়ি নাই সেখানে। আমি শাহারানপুরী গেলাম। সেখানেও গিয়ে এই আমলটা পেলাম। আসলে যারা অজ্ঞ মানুষ তারা এই আমলটা করছে।
-মোজাফ্ফর বিন মহসিন!
-
আগে টিসূ বা ডিলা পরে পানি এই হাদীস মিথ্যা। এই আমল চলবে না। তাই তো বহুকাল আগে মাওলানা আশরাফ আলী থানভী হানাফী (রহি) বলেছেন- “টিসু পেপার বা ডিলা কুলূপ নিয়ে ৪০ কদম হাটা, পায়ের উপর পা উঠানো একেবারেই বেহায়ী।” যারা বলছে ৪০ কদম হাটতে হবে, তারা যদি ৩ দিনও হাটে তবুও তার প্রসাব আসবে; কারন এটা তার নিয়ম হয়ে গিয়েছে।
-আব্দুর রাজ্জাক বিন ইউসূফ!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: