মাহমুদুর রহমান যা বললেন ৩০ডিসেম্বরের নির্বাচন নিয়ে | mahmudur rahman
Автор: Creative Multimedia
Загружено: 2019-01-04
Просмотров: 31
Описание:
সৌদি আরবের মক্কায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস
Published by: thebengalitimes
6d ago
সৌদি আরবের মক্কায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স-আইএসআইয়ের এজেন্টের সঙ্গে দেখা করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তা শহীদ মেহমুদের ফোনালাপ ফাঁসের পর আরো একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইএসআই কর্মকর্তা শহীদ মেহমুদের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের কথোপকথনের পরিপ্রেক্ষিতে তার প্রতিনিধি হিসেবে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান। খবর সময় টিভি অনলাইন'র।
ফোনালাপের এক পর্যায়ে মাহমুদুর রহমান আইএসআই কর্মকর্তা শহীদ মেহমুদকে হোটেল কন্টিনেন্টালে তার রুম নাম্বার উল্লেখ করে দেখা করতে বলেন। ফোনালাপের কিছু অংশ তুলে ধরা হলোঃ
শহীদ মেহমুদঃ হ্যালো আসসালামু আলাইকুম।
মাহমুদুর রহমানঃ ওয়ালাইকুম আসসালাম।
শহীদ মেহমুদঃ আমি মেহমুদ। কেমন আছেন আপনি।
মাহমুদুর রহমানঃ হ্যাঁ আপনি কেমন আছেন। আমাদের দুই জনের নাম প্রায় এক। আমি মাহমুদ আর আপনি মেহমুদ।
শহীদ মেহমুদঃ আমি এই মাত্র নামলাম। আর আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম।
মাহমুদুর রহমানঃ হ্যাঁ আমি আগামীকাল সকালে আসবো। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি সকাল ১০টা ৩০ মিনিটে আমার হোটেলে আসেন।
শহীদ মেহমুদঃ আচ্ছা ঠিক আছে। আপনি কোথায় আছে জায়গাটা উল্লেখ করলে আমার জন্যে দেখা করা সহজ হতো।
মাহমুদুর রহমানঃ জায়গাটা হচ্ছে হেরেম শরীফের কাছে। হোটেলের নাম ইন্টারকন্টিনেন্টাল। আপনি যেকোন ট্যাক্সি ড্রাইভারকে বললে নিয়ে আসবে।
শহীদ মেহমুদঃ আচ্ছা রিসিপসনে আপনার রুম নাম্বার কত বলবো!
মাহমুদুর রহমানঃ আমার রুম নাম্বার ৩৩৬। আপনি রিসিপশনে এসে আমার রুমে কল করলেই হবে। আমি দশটা ত্রিশে আপনার জন্যে অপেক্ষা করবো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: