সাংসদ জাহিদ ফারুকের নাম ভাঙ্গিয়ে কি হচ্ছে বরিশালে? | Zahid Farooq MP | News Barisal
Автор: News Barisal
Загружено: 2024-01-09
Просмотров: 18013
Описание:
#Barishal #zahid_farooq_mp #Awami_League #sadiq_abdullah #News_Barishal
সাংসদ জাহিদ ফারুকের নাম ভাঙ্গিয়ে কি হচ্ছে বরিশালে?
বরিশাল:
সংসদ সদস্য জাহিদ ফারুক নির্বাচিত হয়ে ঘোষনা দিয়েছেন বরিশাল সদর আসনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। কিন্তু তার ঘোষনার পরপরই শুরু হয়েছে হামলা ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ড।
বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং নব নির্বাচিত বরিশাল সদর আসনে সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের না ভাঙ্গিয়ে বরিশাল নগরীতে শুরু হয়েছে দখলের লড়াই।
গত তিন দিনে নগরীর দুই স্থানে দখল সন্ত্রাসের আলোচিত ঘটনায় নগরবাসীকে অনেকটাই ভাবিয়ে তুলেছে। প্রতিমন্ত্রীর দেয়া প্রতিত্রুির ব্যক্তয় এখনই শুরু হয়েছে। তাহলে আগামী দিনগুলোতে কি হবে এটাই এখন ভাবাচ্ছে সাধারন মানুষকে।
দীর্ঘদিন নগরীতে সাদিক অনুসারীদের আদিপত্য বিস্তার থাকলেও সিটি নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা নির্বাচিত হওয়ার পর অনেকটাই কমেছে সাদিক অনুসারীদের আদিপত্য।
শেষ মেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নাপারায় সাদিক অনুসারীরা অনেকটাই কোনঠাসা হয়েপড়েছে। তাদের দখলে থাকা সকল বানিজ্যিক স্থান দখলে নিয়েছে জাহিদ ফারুক অনুসারীরা।
৭জানুয়ারী নির্বাচনে বিজয়ী জাহিদ ফারুক তার মসনদ ধরে রাখায় দীর্ঘদিন নগরী থেকে বিচ্ছিন্ন নেতা কর্মিরা একে একে দখল করছে তাদের হারানো স্থান।
গত ৮জানুয়ারী বরিশালের সবচাইতে বড় মৎস্য পাইকারি বাজার সাদিক অনুসারী নিরব সোসেন টুটুলকে হটিয়ে দখলে নেয় জাহিদ ফারুক অনুসারী খান হাবিব। পোর্ট রোড মাছ বাজারে থাকা টুটুল অনুসারীদের মারধর সহ তাদের গদি ভাংচুর করে খান হাবিব অনুসারীরা।
এদিকে বরিশাল আইন মহাবিদ্যালয়ে (ল’ কলেজ) হামলা ভাঙচুর এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর হাসপাতাল রোডে ল কলেজ ক্যাম্পাসে এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
বরিশাল আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মোস্তফা জামাল খোকন জানান, শীতকালীন বন্ধের পর আজ ল’ কলেজের এলএলবি প্রথম বর্ষের ক্লাশ কার্যক্রম শুরু হয়।
এসময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ার হোসেন অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বসেন।
এ সময় আরিফ হোসেন অপু নামে একজন ২০ থেকে ২৫ জন সহযোগী নিয়ে প্রতিমন্ত্রীর লোক পরিচয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।
এক পর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষ থেকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসনকে চ্যাংদোলা করে কলেজের মাঠে নিয়ে বেদম মারধর করে। তারা তার পড়নের কাপড় খুলে ফেলে।
খবর পেয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তাৎক্ষনিক ল’ কলেজ পরিদর্শন করেন।
নিউজ বরিশাল এ চ্যানেলে আপনারা দেখবেন বরিশাল বিভাগ সহ দেশের জানা অজানা সব খবর। তাই চোখ রাখুন, ইউটিউবে, জানুন, বরিশাল ও বাংলাদেশ সম্পর্কে ।
এমন আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন: / @newsbarishal
/ @greenagriculturebsl
▶ Facebook Page:
/ barishalerkhobor
/ newsbarishaldigital
/ foodwithsahin
ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: