সুন্দর হাতের কাজ, ছাদ বাগান, সংসারের কাজ তো আছেই সবসময়, এত কিছুর পর আবার সুন্দর ব্যালকনি বাগান
Автор: Green Friends
Загружено: 2021-08-03
Просмотров: 13854
Описание:
#balcony_Garden_overview
সারা বাড়িতে নিজের হাতের কাজ ভরে আছে সংসারের কাজ সামলে এতকিছু করা কি যায়। এর উপর একটা সুন্দর ছাদ বাগান তৈরি করেছেন।
সেখানে আমরা দেখেছি তুলসী দি কি পরিমান ছাদে বাগান করেছেন সেখানে আছে সবজি ফল ফুল এমনকি গাছে ফল ধরেছে খুব সুন্দর।
যাই হোক সেটা খুব সুন্দর ভাবে করছেন আমরা দেখেছি সেটা নিজে তৈরি করেছেন নানান ধরনের গাছের খাবার নিজের মতন করে যেগুলো বাইরে থেকে কেনার কোন প্রয়োজন হয় না।
এইবারে আসি বেলকনি বাগানে। সবকিছু এতদিনে ঠিক ছিল কিন্তু ঘরের ভিতর বাথরুমে পর্যন্ত কাজ করা কিভাবে সম্ভব।
সেই সম্ভব আমরা দেখব আজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করব খুব ভালো লাগবে শেষে একটি প্রশ্ন করা আছে এবং উত্তর দেওয়া আছে যেটা সবার কাজে লাগবে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: