সাগরদী মসজিদের সংস্কার কাজ চলছে। প্রভাবশালীদের কাছে চান আর্থিক অনুদান।
Автор: আমাদের মুক্তকণ্ঠ
Загружено: 2021-11-13
Просмотров: 4
Описание:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মধ্য সাগরদী জামে মসজিদ অবস্থিত। এটি তিন গম্বুজ মসজিদ নামেও অনেকের কাছে পরিচিত।
পাকিস্তান শাসন আমলে প্রতিষ্ঠিত শতবর্শী এই মসজিদটি ধীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙ্গে পড়ার মত অবস্থা তৈরী হয়েছে।
সামান্য বৃষ্টিতে গম্বুজ গুলোর চারপাশ দিয়ে পানি ঘেমে মসজিদের ভেতরে পড়ে। এতে মুসল্লিদের নামাজ আদায় করতে অসুবিধা হয়। এছাড়াও পানি পড়ার কারণে মসজিদের ভেতরের অংশের বেশ কিছু কারুকাজ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে গম্বুজ তিনটির সংস্কারের উদ্যোগ নেয় মসজিদ কমিটি ।
আর এই গম্বুজ গুলো সংস্কার করতে প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০লক্ষ টাকা। যা মসজিদ কমিটির পক্ষে দেওয়া সম্ভব হচ্ছেনা তাই, সমাজের ধর্ণাট্টো ব্যাক্তি এবং মুসল্লিদের সহযোগিতা চেয়েছেন তারা।
সকলের সার্বিক সহযোগিতায় বেচেঁ থাকুক জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী প্রাকৃতিক নিদর্শন ঘেরা এই জামে মসজিদটি এমনটাই সকলের প্রত্যাশা।
#Mukto_Kantho #Hannan_Gazi Sagordi_Mosque #Lakshmipur #Saudi_Arabia
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: