ফেরাউনের লাশ -অভিশপ্ত-পাপিষ্ঠ ফেরাউন।
Автор: Ashikur Rahman
Загружено: 2024-02-10
Просмотров: 34
Описание:
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই পোস্টের মধ্যে ফেরাউন সম্পর্কে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লাগেবে নিম্নে বিস্তারিত দেখুন ফেরাউন সম্পর্কে
ফেরাউন এর পিতার নাম কি
পিতার নাম প্রথমসেট।এটি ছিল ফেরাউনের বাবার নাম যা আমরা বর্তমান ফেরাউন যাকে চিনি তার বাবার নাম।
ফেরাউন এর মাতার নাম কি
ফেরাউন এর মাতার নাম হল রানি তু ইয়া ।
প্রাচীন মিশরের রাজধানীর নাম কি
প্রাচীন মিশরের রাজধানীর নাম হল প্রিন্ট আরটিও ।নীল নদের তীরে এই নগরী বাস করতেন মিশরের রাজা দ্বিতীয় রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি ছিল। তিনি খ্রিস্টপূর্ব ১২৭৯ থেকে ১২১৩সাল পর্যন্ত মিশর শাসন করেছেন।
ফেরাউন কাদের উপাধি ছিল
প্রাচীন মিশরের শাসকদের সাধারণভাবে বলা হতো ফারাও কিংবা ফেরাউন।3200 খ্রীষ্টপূর্বাব্দে ম্যানেজ নামে এক শাসক সমস্ত মিশরকে এক করে একক করে একটি একক রাষ্ট্র গড়ে ছিলেন ।ফেরাউন আরবি শব্দ যা ইংরেজিতে বলা হয়ে থাকে ফারাও ।
ফারাও কাদের বলা হতো এবং কেন
ফারাও হলো গ্রিক-রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি।
প্রতিটি শাসককে ফারাও বা ফেরাউন উপাধি থাকা সত্ত্বেও একেকজনের ছাড়াও বাহারান এর নাম একটি করেছিল কারণ সারা বছর তাদের উপাধি ছিল তৎকালীন সময়ে রাজাদের।
ফেরাউনের আসল নাম কি
ফেরাউনের আসল নাম হল ফারাউ দ্বিতীয় রামেসিস।বর্তমানে যাকে আমরা চিনি ফেরাউন হিসেবে যা মুসলমানদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল সেই ফেরাউনের নাম হল এটি রামেসিস। মুসলমানদের পবিত্র গ্রন্থ এবং ইহুদী-খ্রিস্টানদের গ্রন্থে তার নাম উল্লেখ
ফেরাউনের লাশ কোথায় রাখা হয়েছে?
লোহিত সাগরে জাবালিয়ান নামক স্থানে ফেরাউনের লাশটি প্রথম আবিষ্কার করা হয় ১৮৯৮ সালে। বর্তমানে তার লাশটি কায়রোর ইজিপশিয়ান জাদুঘরের রাজকীয় মমি চেম্বারে প্রদর্শিত আছে। তবে দেহটি কোন বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে
এর জন্য বাধ্য হয়ে মিশরীয় কর্তৃপক্ষ 1976 সালে তড়িঘড়ি করে তিন হাজার বছর আগে মৃত ফেরাউনের নামে পাসপোর্ট তৈরি করে ।পাসপোর্টে তার পেশা হিসেবে উল্লেখ করা হয় মৃত রাজা । রামেসিস এর দেহটি বিমানটি ফ্রান্সের মাটিতে অবতরণ করলে অন্য দেশের রাজা আসলে যেমন অভিবাদন জানানো হয় তাকেও অভিবাদন জানানো হয়।
ফ্রান্স থেকে ফিরে আসার পর দ্বিতীয় রাউন্ড শেষে দেহটি পুনরায় মিশরের জাদুঘরে রাখা হয়। জানাযায় নীলনদের একপ্রান্তে ইহুদিদের বসবাস ছিল তিনি ইহুদি দেরকে মিশর থেকে তাড়িয়ে দেন। বাণী বাইবেলের মতে নবী মুসা আলাই সালাম এর সময় তার সঙ্গে দুইজনের সাক্ষাৎ হয়েছিল।
ইহুদিদের নির্যাতনকারী এবং শিশু মুসা আলাই সাল্লাম এর পালনকারী ফেরাউন ছিলেন দ্বিতীয় রামেসিস। অনেক ইতিহাস গ্রহণ আবার দাবি করেন যে দ্বিতীয় রামেসিস ছিলেন একজন প্রজ্ঞাগান্ডিস । তার তেমন কোনো শক্তি ছিল না যে তাকে দেবতা মনে করতে হবে অথচ তাঁর রাজত্বের সময় প্রজারা তাকে দেবতাদের একজন মনে করত।
ফারাও রাজাদের মধ্যে সবচেয়ে ভালো রাজা হিসেবে বর্ণনা করা হয় ফারাও রাজা তৃতীয় রামেসিস কে।
আশা করি এ পোস্টে ফেরাউন সম্পর্কে যে তথ্য গুলো দেওয়া হল আপনাদের অনেক ভালো লেগেছে। #trending #bangladesh #duranta #bd #bicycle #islamicvideo #islamic #islamicquotes #ashikurrahman
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: