হায়েজ ও নেফাসের রোজা । নারীরা রমজানের ভাংতি রোজা যেভাবে কাজা করবেন by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2023-03-13
Просмотров: 991
                Описание:
                    হায়েজ ও নেফাসের রোজা । নারীরা রমজানের ভাংতি রোজা যেভাবে কাজা করবেন #Dini_Amol 
মহিলাদের রমজানের ভাংতি রোজা যেভাবে কাজা করবেনঃ
মহিলাদের হায়েজ ও নেফাসগ্রস্ত নারীদের জন্য নামাজ আদায় ও রমজানের রোজা রাখা জায়েজ নেই। এমতাবস্থায় যদি কেউ রোজা রাখেন কিংবা নামাজ আদায় করেন, তা হলে তারা শরিয়তের বিরুদ্ধাচরণ করবে। 
ইসলামি বিশেষজ্ঞগণ সবাই ঐকমত্যের ভিত্তিতে বলেছেন, ঋতুবতী নারীর রমজানের ভাংতি রোজাগুলো অন্য যে কোনো মাসে কাজা করে দিতে হবে এবং এ ক্ষেত্রে কোনো কাফফারা আদায় করতে হবে না। 
ভাংতি রোজা যেভাবে কাজা করবেনঃ
আয়েশা রা.-থেকে বর্ণিত হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, ‘রমজান মাসে আমার যে রোজাগুলো ছুটে যেত পরবর্তী শাবান মাসের মধ্যেই আমি তা কাজা করে ফেলতাম।’ (বুখারি ও মুসলিম) 
রমজানের ভাংতি রোজা লাগাতার রাখার নিয়মঃ
 
ঋতুচক্রের কারণে রমজানের ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তীতে লাগাতার রাখাটা জরুরি নয়; বরং নবীজি (সা.) বলেছেন, ছুটে যাওয়া রোজা লাগাতার কিংবা মাঝখানে সময় নিয়ে নিজের সুবিধামত রাখা যাবে। (দারাকুতনী) 
সুতরাং মহিলাদের মাসিক ঋতুচক্রের কারণে রমজানের ভাংতি রোজাগুলো অবশ্যই পরবর্তী বছরের রমজান আসার আগেই কাজা করে নিতে হবে।
মহান আল্লাহ্ আমাদের সকলকে বুঝার তাওফিক দিন । আমিন ।                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: