রাজশাহীর এই বিখ্যাত খাবার গুলো কেউ মিস করবেন না || Rajshahi famous food
Автор: M.i Jonhy Ahamed
Загружено: 2024-01-28
Просмотров: 63298
Описание:
রাজশাহীর এই বিখ্যাত খাবার গুলো কেউ মিস করবেন না || Rajshahi famous food
My official page: / mijonyahmed
বলা ভালো,রাজশাহীতে কোথাও চট্টগ্রামের অথেন্টিক কালাভুনা পাওয়া যায়না, তবে শহরের ৩ মাথার ৩ জায়গায় গরুর ভালো কষা মাংস পাওয়া যায়। ইচ্ছে হলে সেগুলো থেকে ট্রাই করতে পারেন।
১. ঢাকা-রাজশাহী হাইওয়েতে কাঁটাখালী বাজারে ইব্রাহিম অথবা একতা হোটেলের গরুর কালাভুনা
২. রাজশাহী-চাঁপাই হাইওয়েতে সিটি হাটে হাট-বারের (দেশের সর্ববৃহৎ গরুর হাট) নামবিহীন টং হোটেলের গরুর ভুনা
৩. রাজশাহী-নওগাঁ হাইওয়েতে নওহাটা হাটের হাট-বারের গরুর ভুনা।
আরো আছে_
#কাজলায় মিজানের আচারী খিচুরী, চাপ ও সিটি কলেজের পাশে এরাবিয়ান কিচেনের চাপ/গ্রিল সাথে নান
#তালাইমারী শুভ হোটেলের বটভুনা (গরুর ভুঁড়ি)
#তালাইমারী ফুলতলা মোড়ের চটপটি
#ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সকালের ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, কালাভুনা (কষা মাংস), সন্ধ্যায় চা, বটভুনা, চাপ(সব খাবারই পাওয়া যায় খেতে এভারেজ)
#রেলগেট বিন্দু হোটেলে মাছের রেসিপিগুলো ট্রাই করতে পারেন
#আমচত্বরের ছোট আলুপুরি
#সাহেব বাজারের পাশে গণকপাড়ার রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের দি ওয়ান & অনলি শাহী কালোজাম
#সাহেব বাজার জিরো পয়েন্টে ভাজা পোড়া খেতে ভুলবেন না
#সাহেব বাজার বড় মসজিদের পাশে শামীম সুইটস-এর স্পঞ্জ রসগোল্লা ও সিঙ্গারা/নিমকি - টক
#সাহেব বাজার বড় মসজিদের পেছনে বিদ্যুৎ হোটেলের খাসীর কলিজা সিঙ্গারা টেস্ট করতে মিস করবেন না।
#মনিচত্বরের মৌচাক এর দই ও নবরূপ এর রসমালাই(এখানে সব মিষ্টি খেতে ভাল)
#উপশহর ও সাহেব বাজার এলাকায় পি.এন গার্লস স্কুলের উল্টো পার্শ্বে পাতি হাঁসের ভুনা ও কালাইরুটি
#সিএন্ডবি মোড়ে রানার গরম মিষ্টি ও ডালপুরি (ওভার হাইপড), পাশেই রাস্তার ধারে পাবেন নিহারী ও সেদ্ধ আটার রুটি
#রানীবাজার বড় বাটার মোড়ের জিলাপি
#রাণীবাজারের ডালপুরি - সুজি এবং সুইস ইনঃ হোটেলের পাশে বীরেন-এর সিঙ্গারা ও পাকোড়া (সকালে), খাসীর কিমা-আলুর চপ, খাসীর মাংসের চপ সাথে কাসুন্দি মেশানো সালাদ (বিকেলে)
এছাড়াও আরও অনেক কিছুই আছে আস্বাদনের জন্য।
আসবার পর, প্রয়োজনে ইনবক্স করবেন।
খাবার চেখে দেখে আরেকটা রিভিউ পোস্ট দিতে ভুলবেন না যেনো।
পরিশেষে বলিঃ রাজশাহীতে এসে সপুরা সিল্ক সিটি ঘুরে যেতে ভুলবেন না।
সুস্থ্য ও নিরাপদে থাকুন এই শুভ কামনা রইলো
#rajshahi
#Rajshahi_famous_food
#food
#vlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: