bashir shure moumachi chole ashe barite_বাঁশির সুরে মৌমাছি ছুটে আসছে বাড়িতে_Uncut NEWS_alpona News
Автор: alpona tv news
Загружено: 2021-06-20
Просмотров: 1907
Описание:
কেশবপুরে ঘটিয়েছে অবাক এক কাণ্ড। বাঁশির সুরে বনের মৌমাছি ছুটে আসছে তার বাড়িতে খাবারের জন্য
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা মোমিনপুর গ্রামে মধু মহাতাব ঘটিয়েছেন অবাক এক কাণ্ড। কোন তন্ত্র-মন্ত্রের সাহায্যে নয়, বাঁশির সুরে বনের মৌমাছিকে বস করেছেন তিনি। তার বাঁশির সুরে চাক ছেড়ে ঝাঁকে-ঝাঁকে মৌমাছি তার শরীরে এসে বসছে খাবার খেতে ।
একঝাঁক তরুণ সাংবাদিক সরজমিন ঘটনাস্থল কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা মোমিনপুর গ্রামে মৌয়াল মহাতাব মোড়লের বসবাসরত তার বাড়িতে গিয়ে দেখা যায়, ৪২ বছর বয়সী মহাতাব মোড়ল ওরফে মহাতাব মধুর হাতে লম্বা এক বাঁশি। বাঁশিতে মধুর সুর। সুরের আকর্ষণে ঝাঁকে ঝাঁকে মৌমাছি শরীরে এসে বসছে। পরিমাণ বাড়তে বাড়তে তা পরিণত হয় মৌচাকে সকল মাছের খাবারের সন্ধানে ছুটে এসে খাবার খেয়ে আবার নিজ নিজে চলে যায় নিজ গন্তব্যে ।
মাহতাপ আরো বলেন, আমার বয়স যখন ১২ বছর, তখন থেকেই আমি মজার ছলে মৌ চাক থেকে মধু সংগ্রহ করতে শুরু করি।গত ২০ বছর আমি মধু সংগ্রহকে পেশা হিসেবে বেছে নিয়েছি। প্রথমে একটি দু’টি মৌমাছি শরীরে নিতে নিতে এখন হাজার হাজার মৌমাছি আমার শরীরে এসে বসে। এর জন্য শরীরকে আগে থেকেই প্রস্তুুত করতে হয়।তিনি আরো বলেন, প্রথমে মধু সংগ্রহের বালতি বাজালেই অল্প কিছু মৌমাছি তার শরীরে এসে বসত। এরপর বালতির পরিবর্তে থালা বাজিয়েও মৌমাছিকে শরীরে বসাতে সক্ষম হই। এখন তিনি বালতি-থালার পরিবর্তে বাঁশি বাজাই। সুরের আকর্ষণে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বসতে শুরু করে। আমি এই ছাড়া অন্য কোন কাজ করতে পারিনা তাই সরকারের প্রতি আমার দাবি আমাকে অর্থনৈতিক সহযোগিতা পেলে আমি মৌমাছি চাষ করব এবং মধু সংগ্রহ করে দেশে অর্থনৈতিক উন্নতি হবে এবং আমি নিজে স্বাবলম্বী হব।
উপজেলা কৃষি অফিসার জানান মৌমাছি চাষ করলে আমাদের কৃষি খাতে সকল প্রকার ফল ফুল সবজিতে আমাদের মৌমছিতে পরাগায়ন ঘটে যে কারণে আমরা মৌমাছি চাষ করার জন্য সার্বিক সহযোগিতা করি
খন্দকার তরিকুল ইসলাম
যশোর।
alpona tv, alpona tv news, alpona television, আল্পনা টিভি, আল্পনা টেলিভিশন
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: