বাংলা বছরের প্রথম দিন এবং গণেশ পূজা উপলক্ষ্যে জল ছোলা বাতাসা দান ভগবানপুর দ্বীপ সংঘের
Автор: AM News & Entertainment
Загружено: 2021-04-15
Просмотров: 39
Описание:
বাংলা বছরের প্রথম দিন এবং গণেশ পূজা উপলক্ষ্যে জল ছোলা বাতাসা দান ও ১৪ ফুট উচ্চার গণেশ মূর্তি পূজার ব্যবস্থা করল ভগবানপুরের দ্বীপ সংঘ
দীর্ঘ দশ বছর ধরে হয়ে আসা গণেশ পূজা প্রতিবছর একফুট করে বৃদ্ধি করে তৈরি করা হয়, একসময় দুই ফুট থেকে গণেশ মূর্তি তৈরি করে পূজা শুরু করেছিল দ্বীপ সংঘ আজ ১৪ ফুট উচ্চতায় পৌঁছয় সেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি। জেলার মধ্যে ভগবানপুরে সুবিশাল গণেশ মূর্তি দেখতে ভিড়ও জমায় বহু মানুষ। যাঁর বাজেট পাঁচ লাখ টাকা। নতুন বছর ১৪২৮ সালের বছরের প্রথম দিন যাঁকজমক করে গণেশ পূজা পালন হয় ভগবানপুরের দ্বীপ সংঘে। বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটোত্তলন হয় দ্বীপ সংঘের। চোদ্দ ফুট উচ্চতার গণেশের হাতে প্রায় পাঁচ কেজি ওজনের কদমা ঝুলিয়ে দেওয়া হয়। এমনকি লাড্ডুও দেওয়া হয় গনেশের পুজায়।
এমনিতেই বৈশাখের শুরুতে তীব্র দাবদাহে পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। বৈশাখী গরমের কথা মাথায় রেখে দ্বীপ সংঘ পথচলতি সাধারণ মানুষ এবং ট্রেকার বাস টোটো দাঁড় করিয়ে যাত্রীদের হাতে জল বাতাসা ছোলা বিতরণ হয়। বিকেলে খিচুড়ি বিতরণ হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: