Omkareshwar Jyotirlinga
Автор: Travel with Prasenjit
Загружено: 2025-12-06
Просмотров: 50
Описание:
আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম।
এই পর্বে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভ্রমণ সম্পর্কে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি।
ওমকারেশ্বর এর নিকটবর্তী সবথেকে বড় শহর হল ইন্দোর। ইন্দোর থেকে ওমকারেশ্বর ৭৬ কিমি দূরে অবস্থিত। বাসে করে যেতে হয়। ইন্দোর রেলস্টেশন থেকে মাথাপিছু 20 টাকা করে অটোয় করে ইন্দোর বাস স্ট্যান্ডে যেতে হয়। ওখান থেকে ওমকারেশ্বর যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। বাস ভাড়া মাথাপিছু 140 টাকা। বাস থেকে নেমে মাথাপিছু 10 টাকা দরে অটোয় করে মন্দিরের নিকট যেতে হয়। যেখানে আপনাকে অটো থেকে নামাবে সেখান থেকে পায়ে হেঁটে নর্মদা নদীর ব্রিজ পেরিয়ে মন্দিরের দূরত্ব মাত্র 10 মিনিট।
ওমকারেশ্বর মহাদেবের দর্শন করার জন্য লাইন দিতে হয়। লম্বা লাইন পড়ে। ২ - ৩ ঘণ্টা সময় লাগে। দুপুর 12:20 থেকে 1:20 পর্যন্ত ভোগ আরতি দেখানো হয়। ওই সময়ে আপনারা ভগবানের দর্শন লাভ করতে পারবেন না। ভোগ আরতি হয়ে যাওয়ার পর আবার দর্শন শুরু হয়।
এখানে আপনার মাথায় রাখুন, ওমকারেশ্বরে নর্মদা নদীর দুই পাড়ে দুটি ভোলা মহেশ্বর এর মন্দির রয়েছে। একটি ওমকারেশ্বর আর একটি মমলেশ্বর। পরপর দুটি মন্দিরে ভগবান ভোলা মহেশ্বর এর দর্শন লাভ করলে তবেই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়।
নদীর এই পাড়ে মমলেশ্বর মন্দিরের নিকট ওমকারেশ্বর থাকার জন্য একটি ভালো আশ্রম রয়েছে। মাথাপিছু 100 টাকা দিয়ে রুম পাওয়া যায় রাত্রিতে থাকার জন্য। এছাড়া রাত্রে থাকার জন্য ভালো হোটেলও রয়েছে। খাওয়ার জন্য বাইরের হোটেলে ভাত সবজি ইত্যাদি পাওয়া যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: