কম খরচে মায়াপুর কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন? III Mayapur Iskcon Temple Tour
Автор: Temple Travel BD
Загружено: 2023-07-21
Просмотров: 74
Описание: মায়াপুর গোশালার নন্দি মহারাজের রথে করেই মায়াপুর গ্রাউন্ডে ঘুরে ঘুরে গোশালায় পোছালাম। এই রথে যাত্রা করতে আপনাকে ১০ টাকা সুভেচ্ছা মুল্য দিতে হবে। নন্দি মহারাজ অর্থাৎ আপনারা যাকে বলদ বলে চিনেন। যাওয়ার পথে দেখলাম গোরাঙ্গ কুঠির। দূর দুরান্ত থেকে ভক্তরা এসে এখানে রাত্রি জাপন করে। এখানে ২-৩ শত টাকায় আপনি থাকার রুম পেয়ে যাবেন। এছাড়াও আপনি গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, নিত্যানন্দ কুঠির, শ্রুতি ভবনে থাকতে পারবেন। গোশালার পাশেই শ্রুতি ভবন। এই রথ নিদিস্ট কিছু জায়গায় দাঁড়াবে। আমরা ভক্তিবেদান্ত বুক স্টল এর সামনে বিরতি নিচ্ছি। মায়াপুর গ্রাউন্ডে নন্দি মহারাজের রথে চড়ে অন্যরকম অনুভব করেছি যা ভাষায় প্রকাশ করার নয়। ঘুরতে ঘুরতে আমার শ্রুতি ভবন এর সামনে চলে এসেছি। এখানে আপনি ৩০০-৬০০ টাকার মধ্যে থাকতে পারবেন। এখানে স্টুডেন্টদের জন্য ডিস্কাউন্ট দেয়। একটা কথা মনে রাখবেন যে মায়াপুরে যদি আপনি একা থাকতে চান তবে আপনাকে কেও রুম ভাড়া দিবে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: