আলহামদুলিল্লাহ, ডেনমার্কে এসে পৌছেছে সাব্বির | paid internship in Denmark |
Автор: Rakib Hasan
Загружено: 2024-10-18
Просмотров: 388
Описание:
❤️🩹🇩🇰 এমডি সাব্বির হুসাইনের ডেনমার্ক যাত্রাটা আর দশজনের মত এত সহজ ছিল না। ষষ্ট সেমিস্টারে থাকাকালীন সাব্বির ডেনমার্কে আসার পরিকল্পনা করছিল এবং আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এ বছরের মার্চে সাব্বিরের প্রধান অভিবাবক এবং প্রিয় বাবা হঠাৎ করেই আল্লাহ্র কাছে চলে যান (আল্লাহ অনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন-আমীন)। এদিকে, অদম্য সাব্বির শোক কাটিয়ে আবারো প্রস্তুতি নিতে শুরু করে। যেদিন শুনল ওর ভিসা প্রাপ্তির সুসংবাদ, দেরি না করে ওর প্রিয় নানুকে নিয়ে কার যোগে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে গাড়িতেই আরেক অভিবাবক প্রিয় নানাও সাব্বিরকে ছেড়ে পরপারে চলে যান (আল্লাহ অনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন-আমীন)। সব ছাড়িয়ে গতকাল সাব্বির ডেনমার্ক এসে পৌঁছেছে- আলহামদুলিল্লাহ্। সবাই সাব্বিরের জন্য দোয়া করবেন, যাতে সে পরিবার এবং দেশের জন্য কিছু করতে পারে। Global Education Denmark এর পক্ষ থেকে আমাদের রইল অনেক শুচেচ্ছা।
❤️🩹🇩🇰 আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন (সূরা বাকারা-১৫৫)।
🎯ডেনমার্কে এগ্রিকালচার ট্রেইনি🐂🐄🌱 হিসাবে আবেদনের যোগ্যতা কি কি?
📌 কৃষি ডিপ্লোমার সপ্তম/অষ্টম সেমিস্টারের ছাত্র হতে হবে।
📌 উচ্চতা: নুন্যতম ৫'৫ ইঞ্চি
📌 আইইএলটিএস স্কোর নুন্যতম ৫ (৪.৫ যাদের তাদের স্পিকিং এ ৫ হতে হবে)।
📌 ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
📌 সৎ, সত্যবাদি, নিয়মিত সালাত আদায়কারী, পরিশ্রমী,
নো কল, শুধুমাত্র সিভি হোয়াটসআপে ( 01717806536 ) পাঠিয়ে দিন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: