Horror funny story (ভুতুড়ে শার্ট)| writer - পি পি টি 🦋| কণ্ঠে - তিতলি পাল
Автор: Projapatir Galpo 🦋
Загружено: 2025-06-22
Просмотров: 16
Описание:
"ভূতুড়ে শার্ট"
গাঁয়ের এক পুরনো দর্জির দোকানে ঝুলে ছিল এক সাদা শার্ট। দেখতে খুব সাধারণ — কিন্তু লোকেরা বলত, ওটা অভিশপ্ত!
যেই শার্টটা কেউ পরে, সঙ্গে সঙ্গেই আজব ঘটনা ঘটতে শুরু করত।
একবার হারাধন কাকার ভাইপো রাজা ওটা পরে স্কুলে গেল। ক্লাসে ঢুকতেই শার্টটা ফিসফিস করে বলল:
👕 “হেডস্যারের টাক উড়িয়ে দে!”
রাজা এমন কাঁপতে লাগল যে শার্ট খুলে মাঠে ফেলে দিল।
আরেকবার গাঁয়ের এক বিয়েতে জামাইবাবু ওই শার্ট পরে এসেছিলেন। বিয়ের মঞ্চে উঠেই শার্টটা নিজের বোতাম খুলতে লাগল নিজেই।
👕 “গরম লাগছে, ভাই!” — বলে সবাইকে হতবাক করে দিল।
লোকেরা ভাবল কোনো ব্র্যান্ডেড ম্যাজিক শার্ট!
বিয়ে থেমে গেল, জামাইবাবুকে কাপড় দিয়ে ঢেকে বাড়ি পাঠানো হল।
শেষে এক লন্ড্রিওয়ালা শার্টটা ইস্ত্রি করতে গেল। গরম ইস্ত্রি ছোঁয়াতেই শার্ট চিৎকার করে উঠল:
👕 “আরে! বলেছিলাম তো, ড্রাই ক্লিন অনলি!!”
#horror #horrorstories #horrorgaming ##horrorstory #bengalihorrorstory #bhoot @sundaysuspense3164
@thelovelyhorrorshow
লন্ড্রিওয়ালার হাত থেকে ইস্ত্রি পড়ে গেল, সে পালিয়ে গেল দোকান ছেড়ে।
এখন শার্টটা দোকানে একটা কাচের বাক্সে রাখা আছে। নিচে লেখা:
"এই শার্ট শুধুই দেখার জন্য — পরার জন্য নয়!"
লেখা - পি. পি .টি 🦋
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: