রোজা রাখতে না পারলে করণীয় কি? শায়খ আহমাদুল্লাহ। Sheikh Ahmadullah
Автор: OASIS
Загружено: 2025-03-04
Просмотров: 24
Описание:
রোজা রাখতে না পারার কারণ যদি শরীয়তসম্মত হয়, তাহলে ইসলামে এর জন্য কিছু বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে। নিচে কয়েকটি সাধারণ করণীয় উল্লেখ করা হলো—
১. বাধ্যতামূলক কাফফারা বা ফিদিয়া:
বয়স্ক বা অসুস্থ ব্যক্তির জন্য: যদি কেউ এতটাই অসুস্থ হন যে ভবিষ্যতেও রোজা রাখার সম্ভাবনা নেই, তাহলে প্রতিদিনের বদলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো এক গরীবকে এক বেলার খাবার (আনুমানিক এক কেজি গম বা এর সমমূল্য খাদ্য) প্রদান করা।
গর্ভবতী ও স্তন্যদানকারী মা: যদি রোজা রাখলে নিজের বা শিশুর ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে পরে কাজা আদায় করতে হবে। যদি ভবিষ্যতেও কাজা রাখা সম্ভব না হয়, তাহলে ফিদিয়া দিতে হবে।
২. রোজার কাজা আদায় করা:
যদি কেউ অসুস্থতা, ভ্রমণ, বা অন্য কোনো বৈধ কারণে রোজা না রাখতে পারেন, তাহলে সুস্থ বা সুযোগ পেলেই সেই রোজার কাজা আদায় করতে হবে।
৩. তওবা ও ইস্তেগফার:
যদি শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন বা না রাখেন, তাহলে তাঁকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং কাজা আদায় করতে হবে।
ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে কাফফারা হিসেবে ৬০ দিন একটানা রোজা রাখতে হবে, না পারলে ৬০ জন গরীবকে খাওয়াতে হবে।
৪. সদকাহ বা নফল ইবাদত:
রোজা রাখতে না পারলে বেশি বেশি দান-সদকা করা, কুরআন তিলাওয়াত করা, নফল ইবাদত করা এবং সৎ কাজ করা উচিত।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: