ইসলামী শরীয়াহ ও আইন অনুযায়ী বিবাহ –কুমিল্লা কাজী অফিসের বিশেষ সেবা | Court Marriage & Online Nikah
Автор: Kazi Office -( কাজী অফিস ) কুমিল্লা
Загружено: 2025-08-09
Просмотров: 543
Описание:
ইসলামী দৃষ্টিতে ও আইনি কাঠামোর মধ্যে বিবাহ – কুমিল্লা কাজী অফিসের আহ্বান
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَكْمَلُ النِّكَاحِ أَيْسَرُهُ مَؤْنَةً
“সর্বোত্তম বিবাহ হলো যে বিবাহে খরচ কম।” (হাদিস – মুসনাদে আহমাদ)
📌 পিতা-মাতার প্রতি উপদেশ:
আজকের যুগে তরুণ-তরুণীরা ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে অশ্লীলতা ও হারামের ফাঁদে সহজেই জড়িয়ে পড়ছে। তাই সন্তানদের উপযুক্ত বয়সে এবং যোগ্য পাত্র/পাত্রীর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন করানোই সর্বোত্তম উপায়। এতে সন্তানরা হারামের পথে না গিয়ে হালাল সম্পর্কের মাধ্যমে ইজ্জত, মর্যাদা ও ঈমান রক্ষা করতে পারবে।
📌 হারাম থেকে দূরে থাকার আহ্বান:
অবৈধ সম্পর্ক, গোপন প্রেম ও ব্যভিচার আল্লাহর কাছে মহাপাপ। তাই দেরি না করে হালাল পথে বিবাহ করুন। মনে রাখুন, বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়; এটি ইমান ও তাকওয়া রক্ষার অন্যতম উপায়।
🕌 কুমিল্লা কাজী অফিসের সেবা সমূহ:
✅ ইসলামী শরীয়াহ মোতাবেক ও বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন
✅ কোর্ট ম্যারেজ ও অনলাইন বিবাহ নিবন্ধন
✅ প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের জন্য ভিডিও কলে বিবাহ সম্পন্নের ব্যবস্থা
✅ প্রবাসীদের জন্য বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন সেবা
✅ বিবাহ ও তালাক সনদ পুনঃপ্রদান ও যাচাই সেবা
✅ নথি অ্যাটেস্টেশন, নোটারি ও সরকারি সত্যায়ন
✅ দ্বন্দ্ব মীমাংসা ও দাম্পত্য সমস্যা সমাধান পরামর্শ
✅ প্রয়োজনে বাসায় গিয়ে সেবা প্রদান
🌏 প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা:
বিদেশে বসবাসরত অনেকেই চান বাংলাদেশে বৈধভাবে বিবাহ বা তালাক নিবন্ধন করাতে। কুমিল্লা কাজী অফিস আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন, ভিডিও কনফারেন্স ও দ্রুততম সনদ প্রেরণ সেবা প্রদান করে।
📞 যোগাযোগ:
হাফেজ কাজী নজরুল ইসলাম
📍 কুমিল্লা জজ কোর্ট
📱 01407174138
✅ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💝
✅ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মুসলিম বিবাহ/ তালাক নিবন্ধন করিয়ে থাকি।
✅এই কাজী অফিসটির প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, এছাড়া কাজী সাহেবের কাজে সার্বিক সহযোগিতার জন্য একজন সহযোগী কাজী আছে।
✅ #আমাদের#সেবা#সমূহ✅
✅ বাংলাদেশ সরকার কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি দ্বারা বিবাহ/তালাক নিবন্ধন করা হয়।( নোটারি পাবলিকেশন এর মাধ্যমে কোর্ট ম্যারেজ করানো হয়)
✅ whatsapp/telegram/imo এর মাধ্যমে ইসলামিক শরিয়া মোতাবেক এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত রেজিস্ট্রি বইয়ের মাধ্যমে বিবাহ/ তালাক/ (নোটারি পাবলিকেশনের মাধ্যমে ) বিবাহ সম্পাদন করা হয়।
✅ বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন
✅ বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সৌজন্য মূলক পরামর্শদান।
✅ ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাক ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করা।
✅যারা পূর্বে শরিয়া অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু সরকারি কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করেননি তাদের জন্য নতুন করে বিবাহ রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদান।
✅ ম্যারেজ সার্টিফিকেটের বাংলা ইংরেজি অনুবাদ স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে আইন উপরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয়।
✅ বিয়ে এবং তালাক সংক্রান্ত অথবা পারিবারিক যেকোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমাধান দেয়ার চেষ্টা করব।
+8801407174138
কন্টাক্ট : 01407174138
কুমিল্লা জর্জ কোর্ট কাজী অফিস।
যে কোন বিবাহ ও কোর্ট ম্যারেজ সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অনলাইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন করার সুযোগ সুবিধা। আপনি প্রবাসী অথবা অন্য জেলায় অবস্থান করেও আমাদের মাধ্যমে বাংলাদেশ আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন কম খরচেই এবং কোর্ট ম্যারেজের সম্পূর্ণ করতে পারবেন বাসায় বসে। আমাদের রয়েছে হোম সার্ভিস সুবিধা এবং রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুযোগ-সুবিধা 1000 টাকা দিয়ে বুকিং কনফার্ম করে কোর্ট ম্যারেজ ও বিবাহ রেজিস্ট্রি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাই প্রতারিত অথবা দালালের খপ্পরে না পড়ে কাজী অফিসে যোগাযোগ করতে পারেন। ইসলামিক শরীয়া মোতাবেক বিয়ের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিস্টার দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
বিস্তারিত জানতে অবশ্যই আমাদের গ্রুপ এডমিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ধন্যবাদ।
কুমিল্লা জজ কোট কাজী অফিস।
WhatsApp IMO contact: 01407174138
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: