নৌকা ও স্রোত, গণিত - বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস প্রস্তুতি, গুরুকুল CE
Автор: Сеть онлайн-обучения Gurukul
Загружено: 2019-08-31
Просмотров: 1321
Описание:
আজকের ভিডিওর আলোচ্য বিষয় "নৌকা ও স্রোত গণিত। নৌকা ও স্রোত গণিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থির পানিতে কিংবা স্রোতের অনুকুলে-প্রতিকূলে কিভাবে নৌকার বেগ নির্ণয় করতে হয় তা শিখতে পারবে এই ভিডিও থেকে। তাছাড়া স্রোতের বেগ নির্ণয়, নির্দিষ্ট দুরত্ব পার হতে প্রয়োজনীয় সময় অথবা কারো সাঁতার কাটার মত প্রাত্যহিক জীবনের কিছু গাণিতিক সমস্যা আলোচিত হয়েছে এখানে। ভর্তি পরীক্ষায় গণিত অংশে থাকতে পারে ভগ্নাংশ সম্পর্কিত খুঁটিনাটি সমস্যা। দ্রুততম সময়ে সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে তা জানতে হলে দেখে ফেলতে হবে এই ভিডিওটি। যারা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছে (University Admission Class) তাদের জন্য এই গণিতটি যেভাবে সাহায্য করবে, এই ভাবে সাহায্য করবে যারা বিসিএস প্রস্তুতি (BCS Preparation Math) নিচ্ছে বা ব্যাংক জব প্রস্তুতি (Bank Job Preparation Math) নিচ্ছে তাদের জন্য।
ক্লাসটি নিয়েছেন নাফিস ফেরদৌস সাকিব।
নৌকা ও স্রোত | বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস প্রস্তুতি :
https://competitiveexampreparationgol...
যেসব চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন:
১. বিসিএস, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
২. প্রাইমারি নিয়োগ পরীক্ষা।
৩. শিক্ষক নিবন্ধন স্কুল, শিক্ষক নিবন্ধন কলেজ পরীক্ষা।
৪. সরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা।
৫. এনএসআই পরীক্ষা।
৬. অডিটর নিয়োগ পরীক্ষা।
৭. দুদকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা।
৮. বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও কম্বাইন্ড ব্যাংকের অফিসার নিয়োগ পরীক্ষা।
যেসব বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্ততি নেয়া শিক্ষার্থীদের ভিডিওটি কাজে লাগতে পারে:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় - আইবিএ, বুয়েট, আর্টস ফ্যাকাল্টি- এ, বি, ই ও জি ইউনিট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( এ (A) ইউনিট, বি (B) ইউনিট, সি (C) ইউনিট, সি ১ (C1) ইউনিট, ডি (D) ইউনিট, ই (E) ইউনিট, এফ (F) ইউনিট, জি (G) ইউনিট, এইচ (H) ইউনিট, আই (I) ইউনিট)।
২. সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যেমন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
৩. সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যেমন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
৪. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
৫. সকল কৃষি বিশ্ববিদ্যালয় (যেমন : কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)।
৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়।
৭. জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৮. রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১০. ইসলামী বিশ্ববিদ্যালয়।
১১. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।
১২. কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
১৩. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
১৪. বরিশাল বিশ্ববিদ্যালয়।
১৫. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
১৬. খুলনা বিশ্ববিদ্যালয়।
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।
১৮. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়।
১৯. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
আমরা শুরুতে বাংলাদেশের সব ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ভিডিওগুলো আমাদের এই ইনডেক্স চ্যানেলে প্রকাশ করতাম। তবে গুরুকুল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সব রকমের ক্লাস, টিপস, ট্রিকস্ গুলো আমরা একটি নির্দিষ্ট চ্যানেল থেকে প্রকাশ করছি । চ্যানেলটির চ্যানেলটি ভিজিট করুন : / @competitiveexampreparationgoln
A Gurukul Online Learning Network Production.
© 2019 Gurukul Online Learning Network. All Rights Reserved.
Don't re-upload, re-distribute or re-production Gurukul Online Learning Network's content to avoid copyright strikes.
Gurukul Online Learning Network Official :
➤ Facebook: / gurukulonlinelearningnetwork
➤ Web: http://gurukul.edu.bd
➤ Linkedin: / golnofficial
➤ Twitter: / golnofficial
#GurukulOnlineLearningNetwork #CompetitiveExams #Math
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: