সাতক্ষীরার কান্না: পানির নিচে কোটি টাকার মাছেরখামার
Автор: @IntoThe_UnseenBD
Загружено: 2025-07-04
Просмотров: 231
Описание:
সাতক্ষীরা, বাংলাদেশের মৎস্য শিল্পের এক অনন্য ক্ষেত্র, আজ এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে দাঁড়িয়ে। গত কয়েকদিন ধরে চলা অবিরাম ভারী বর্ষণ এবং অপ্রত্যাশিত উঁচু জোয়ারের পানি লণ্ডভণ্ড করে দিয়েছে জেলার বিস্তৃত মাছের খামারগুলো। এই ভিডিওতে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আপনাদের দেখাচ্ছি, কীভাবে শত শত চিংড়ি ও সাদা মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে।
যেখানে একসময় কোটি কোটি টাকার মাছ উৎপাদন হতো, আজ সেখানে শুধুই অথৈ জলরাশি। রাতারাতি সর্বস্বান্ত হয়ে পড়েছেন হাজারো মৎস্যচাষি, যারা বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছিলেন তাদের এই স্বপ্নের প্রকল্প। তাদের চোখে এখন শুধুই হতাশা আর অনিশ্চয়তার ছাপ। কীভাবে তারা এই বিশাল ক্ষতি পুষিয়ে উঠবেন, তা নিয়ে রয়েছে গভীর উদ্বেগ।
এই ভিডিওটি সাতক্ষীরার মৎস্যজীবীদের বর্তমান করুণ দশা তুলে ধরেছে এবং দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে তাদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াই এবং তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করি।
ভিডিওতে যা দেখতে পাবেন:
ডুবে যাওয়া মাছের ঘেরের ভয়াবহ চিত্র
ক্ষতিগ্রস্ত খামারিদের মর্মস্পর্শী সাক্ষাৎকার
প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যশিল্পে ক্ষতির পরিমাণ
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
#সাতক্ষীরা #মাছেরখামার #প্রাকৃতিকদুর্যোগ #মৎস্যচাষী #চিংড়ি #ঘের #কৃষি #বাংলাদেশ #বিপর্যয় #জলবায়ুপরিবর্তন #ত্রাণ #পুনর্বাসন #ভারীবর্ষণ #FloodInSatkhira
Deep Research
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: