আক্কেল দাঁত নিয়ে আর নয় দুশ্চিন্তা!
Автор: Smile Dental Care
Загружено: 2022-05-26
Просмотров: 85
Описание:
আক্কেল দাঁত নিয়ে আর নয় দুশ্চিন্তা!
আক্কেল দাঁত (Wisdon Teeth) হল মাড়ির ৩য় বা শেষ দাঁত যা ১৭-২১ বছরের মধ্যে উঠে। বেশীর ভাগ ক্ষেত্রেই এরা বাঁকা হয়ে কিছু অংশ উঠে অথবা সম্পূর্ণ অংশই মাড়ির নিচে থেকে যায়, যা পরবর্তীতে বিভিন্ন জটিলতার জন্ম দেয়। কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতের সমস্যা নীরব থাকলেও পরবর্তীতে দীর্ঘ মেয়াদী বড় জটিলতা (টিউমার, সিস্ট, ক্যান্সার, ফ্র্যাকচার) নিয়েও আসতে পারে।
** জটিলতাঃ**
মাড়ি ব্যাথা, ফোলা, বার বার ইনফেকশন, মুখে দুর্গন্ধ, হা বন্ধ হয়ে যাওয়া।
দীর্ঘ মেয়াদী চোয়ালের প্রদাহ বা অস্টিওমাইলাইটিস, স্পেস ইনফেকশন।
সিস্ট, টিউমার, ক্যান্সার, ফ্র্যাকচার, পারসিসট্যান্ট ডিসচার্জিং সাইনাস ।
** চিকিৎসাঃ**
অ্যামেরিকান ডেন্টাল এসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী ১৬-১৯ বছরের মধ্যে মাড়ির আক্কেল দাঁত ফেলে দিলে ভবিষ্যতে এর জটিলতা এড়ানো যায়।
🌏🌏🌏""" বরিশাল শহরের প্রাণকেন্দ্রে উন্নত মানের দাঁতের চিকিৎসা। মনমুগ্ধকর পরিবেশ এবং আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত একটি ডেন্টাল চেম্বার।
🦷🦷Smile Dental Care🦷🦷
সিরিয়ালের জন্য কল করুনঃ
⌚⌚⌚⌚⌚
01401532018 / 01715192648
========================
♦️♦️♦️ ঠিকানা ♦️♦️♦️
🔎 বরিশাল সদর [ চৌমাথা ]
🚗হাতেম আলী কলেজ চৌমাথা লেকের উত্তর পার্শ্বে, ইউএসবি কুরিয়ার সার্ভিসের ২য় তলা,সিএন্ডবি রোড, চৌমাথা, বরিশাল।
ডৌয়াতলা শাখা (বামনা)
সদর রোড, আল আরাফাহ ব্যাংকের নীচ তলা,ডৌয়াতলা, বামনা, বরগুনা।
🕐 রোগী দেখার সময়ঃ 🕐
প্রতিদিন সকাল ১০ টা - ১টা
বিকাল ৪টা - রাত ৯.০০ টা।
🕐🕐 সিরিয়ালের রোগী দেখার সময়ঃ 🕐
সকাল ১০টা - ১টা, বিকাল ৪টা- রাত ৮টা।
শুক্র ও শনিবার (বরিশাল)
মঙ্গল ও বুধবার (ডৌয়াতলা)
#স্মাইলডেন্টালকেয়ারবরিশাল #dentalhelp #dentalhealth #আক্কেলদাঁতেরসমাধান #Dentalchamberbarishal #dentalsolution #tooth #toothpain
#স্মাইলডেন্টালকেয়ার #smiledentalcare #SDC #WisdomTeethPain
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: