কক্সবাজার সদর ঈদগাঁও বাজারের খালটি ভূমিদস্যূদের দখলে!Coxbazar!71Bangla tv
Автор: 71 Bangla Tv
Загружено: 2018-10-11
Просмотров: 692
Описание: কক্সবাজার সদর ঈদগাঁও বাজারের ঈদগড় রোডের খালটি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যূদের দখলে। বছরের পর ড্রেজার ও ভারি বালির মেশিন দিয়ে প্রতি নিয়ত উত্তোলন করে যাচ্ছে হাজার হাজার ট্রাক বালি। ফলে ঈদগাঁও বাজার চট্টগ্রাম মহাসড়কের ব্রীজটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাবুল কোম্পানি, সোলতান, আব্দুর রহমান, আজাদ সহ ১৫-২০ জনের রয়েছে প্রভাবশালী শক্তিশালী সেন্ডিকেট। ভূমি দস্যুদের দাবী তাদের বালি উত্তোলনের বিষয়ে বৈধতা কাগজপত্র রয়েছে। খালের আশে-পাশে বসবাস করা অনেকে জানান, খালটি আগের তোলনায় এখন খুব গভীর হয়ে গেছে। বর্ষার মৌসূমে খালের উপর দিয়ে মাঠি ভেঙ্গে বালি খালে মিশ্রিত হলেও বাকী মৌসূমে কোন বালি আসেনা। ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করার কারণে খালের আশে-পাশের জায়গা থেকে মাঠি ও বালি সরে দিন দিন ভেঙ্গে যাচ্ছে রাস্তা ও ঘরবাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক ঈদগাঁও বাজারের অনেকে জানান, খালটিতে প্রতিযোগিতামূলক অবৈধা বানিজ্য চালিয়ে যাচ্ছে বালির ব্যবসায়ি সেন্ডিকেটরা। এখানে জড়িতে রয়েছে স্থানীয় অনেক প্রশাসনও। দিনের পর দিন প্রকশ্যে বালি উত্তোলন করা হলেও কোন প্রকার অভিযান পরিচালনা করা হয়নি। এলাকাবাসির দাবী অতি দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধ করা না হলে মহাসড়কের ব্রীজ, খালের আশেপাশের দোকান মার্কেট ঘরবাড়ি সহ তলিয়ে যেতে পারে খালের গর্ভে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদক সদর কক্সবাজার ইউনো হাবিবুল হাসান জানান, অবৈধ বালি উত্তোলনের বিষয়টি আমি জানতে পেরেছি, শীগ্রই বালির ড্রেজার মেশিন সহ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: