SIR ভোটার তালিকা যাচাই: আপনার কি নথি লাগবে? | পশ্চিমবঙ্গে SIR রুটিন প্রক্রিয়া, আতঙ্ক নয়!
Автор: Probodh Dhali
Загружено: 2025-11-02
Просмотров: 674846
Описание:
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের SIR (Special Intensive Revision) বা বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকে আতঙ্কিত হলেও এটি একটি রুটিন কাজ। এই ভিডিওতে দেখুন—
SIR প্রক্রিয়া কী এবং কেন এটি হচ্ছে (২ দশক পর)।
আপনার নাম যদি ২০০৩ সালের ভোটার তালিকায় থাকে, তবে আপনার কী সুবিধা হবে।
কাদের যাচাইয়ের প্রয়োজন হতে পারে: নতুন ভোটার, ঠিকানা পরিবর্তনকারী এবং ২০০৩ সালের পর নাম যোগ হওয়া ভোটারদের।
গুরুত্বপূর্ণ ১১টি নথির তালিকা (যে কোনও একটি যথেষ্ট):
রাজ্য/কেন্দ্রীয় সরকারের কর্মচারী/অবসরপ্রাপ্ত কর্মীদের নথি।
জন্মতারিখ ও জন্মস্থানের সপক্ষে যেকোনো একটি তথ্য (যদি জন্ম ১লা জুলাই, ১৯৮৭-এর আগে হয়)।
জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (যদি জন্ম ১৯৮৭ সালের পরে হয়)।
ভারতীয় পাসপোর্ট।
মাধ্যমিক বা অন্য কোনো স্বীকৃত বোর্ডের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
রাজ্য সরকারের দেওয়া বাসিন্দা শংসাপত্র (ডোমিসাইল সার্টিফিকেট)।
বনাঞ্চলে বসবাসের জন্য বন দফতরের শংসাপত্র।
সংরক্ষিত সম্প্রদায়ের জন্য কাস্ট সার্টিফিকেট।
এনআরসি শংসাপত্র (যে রাজ্যে প্রযোজ্য)।
রাজ্য সরকার প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার।
জমির নথি (দলিল বা পরচা)।
আধার কার্ড কি যথেষ্ট? - আধার কার্ড পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের নয়। তাই এর সাথে অন্য নথি লাগতে পারে।
#SIR #SIRVoterVerification #ভোটারতালিকা #পশ্চিমবঙ্গ #WestBengal #ElectionCommission #BLO #VoterID #ভোটারযাচাই #DocumentRequired #১১টিদলিিল #AadhaarCard #নাগরিকত্ব #Citizenship #RoutineProcess #ভোট #SIRAlert #SpecialIntensiveRevision #VoterRoll
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: