কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জসনে জুলুছ উদযাপন//deshnewstv
Автор: Desh News
Загружено: 2020-10-30
Просмотров: 81
Описание:
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্জাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কালিয়াকৈর বাসটার্মিনাল চত্বর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ শুরু হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহা সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিয়াকৈর বাসটার্মিনাল চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। রাসুল (দ.) প্রেমিক জনতা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া দরবার শরিফের পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী, খানকায়ে সবুরিয়া দরবারের পীর আবু তায়েব মৃধা আল কাদরী, গোসাত্রা দরবারের পীর প্রফেসর নজরুল ইসলাম বাদল, মাওলানা মেজবাহ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কালিয়াকৈর থানা পুলিশের এএসআই সুলতান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বক্তারা নবীর ব্যাঙ্গ চিত্র প্রদশর্নের প্রতিবাদ জানিয়ে তাদের শাস্তি দাবী করেন। পরে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান মিলাদ-কিয়াম শুরু করলে গোয়ালবাথান দরবারের সিরাজুল ইসলাম পীরসাহেব দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ সময় ইসলামীক ফাউন্ডেশন গাজীপুর জেলা পীর মাশায়েক কমিটির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ রিয়াজ উদ্দিন আল কাদরী সহ পুলিশ প্রশাসান,সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন দরবারের পীর ও ভক্ত আশেকানগণ উপস্থিত ছিলেন।#কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জসনে জুলুছ উদযাপন
#desh news tv
#Bangla news
#News Update
#desher songbad
#Viral news
#Top news
#corona update
#coronavirus
#Bangladesh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: