১৯ বছর পর ভুল বুঝতে পারেন এই কাদিয়ানী প্রেসিডেন্ট চাচা। নোয়াখালি কাদিয়ানী এলাকা। Qadiani Report।
Автор: কাদিয়ানী সমাচার
Загружено: 2022-10-24
Просмотров: 9747
Описание:
The history of #Qadiani in Nowakhali। Qadiani Report । নোয়াখালি #কাদিয়ানী এলাকা রিপোর্ট । Qadiani in Nowakhali district. So many qadiani lives here.
Who is the prophet of Ahmadiyya/Qadiani?
Mirzā Ghulām Ahmad (13 February 1835 – 26 May 1908) was an Indian religious leader and the founder of the Ahmadiyya movement in Islam.
Can Ahmadi/Qadiani go for Hajj?
Although Qadiani are not openly permitted to enter the holy cities of Mecca or Medina by law, there are reportedly many qadianis who do perform Hajj and Umrah, the Islamic pilgrimage to Mecca and Medina.
Qadiani in Wekepedia- https://en.wikipedia.org/wiki/Qadiani
কাদিয়ানী সম্প্রদায়: তত্ত্ব ও ইতিহাস : মূল bn.wikipedia.org
১৯৪৭ সালের দেশ বিভাগের সময় ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ঢাকায় মাত্র গুটি কয়েক কাদিয়ানি ছিল। পাকিস্তান আমলে তৎকালীন পশ্চিম পাকিস্তান হাতে আগত কাদিয়ানী আমলাদের সাহায্যে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে আরম্ভ করে। আইয়ুব খাঁনের শাসনামলে তাঁর ব্যক্তিগত উপদেষ্টা ছিল মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর দৌহিত্র এম, এম, আহমদ। এম, এম, আহমদ আইয়ুব খাঁনকে দিয়ে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় কাদিয়ানীদের জন্য দু-শ একর জমি বরাদ্ধ করিয়েছিল। সেখানে এখন আহমদ নগর নাম দিয়ে কাদিয়ানীদের বিরাট কলোনী গড়ে উঠেছে। পাকিস্তান আমলে জনৈক কাদিয়ানী অফিসাররের চেষ্টা তদবীরের ফলে চুয়াডাঙ্গায় ও কাদিয়ানীদের এক বিরাট এলাকা গড়ে ঊঠে। অনেকের ধারনা বর্তমানে ব্রাহ্মনবাড়িয়ার চেয়ে চুয়াডাঙ্গায় কাদিয়ানীরা সংখ্যায় বেশী রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ও সমগ্র বাংলাদেশে_কাদিয়ানী সংখ্যা কয়েক হাজারের বেশী ছিল না। আর বর্তমানে তাদের বেশী পৌছেছে। আমাদের প্রশ্ন, এসব কাদিয়ানী কোত্থেকে এসেছে? এরা কি পাকিস্তান থেকে মাইগ্রেশন করে বাংলাদেশে এসেছে? মোটেই না। এদেশের কোন হিন্দু,খৃষ্টান কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী কি কাদিয়ানী ধর্ম গ্রহণ করেছে বলে কেউ বলতে পারে? তারা মুসলমান ব্যাতীত অন্য কেন ধর্মাবলম্বীদের নিকট তাদের ধর্মমত প্রচার করে না, আর ঐ সব ধর্মাবলম্বীদের কেউ তাদের ধর্ম গ্রহণও করে না। সরকারের ভ্রান্ত নীতির ফলে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে কেবলমাত্র মুসলমানদেরকে মুরতাদ(দ্বীন ত্যাগী) বানাচ্ছে। সুতারং বলতে হবে, আজ বাংলাদেশে লক্ষাধিক কাদিয়ানী রয়েছে, এরা সকলেই এদেশের মুসলমান। নানা কলা কৌশল ও লোভ প্রলোভনের মাধ্যমে তাদেরকে ধর্মচ্যুত করে কাদিয়ানী ধর্মমতের জালে আবদ্ধ করে কাফির বানিয়েছে। কাদিয়ানী ধর্মমতালম্বীদের তৎপরতা যে কি ভয়াবহ রূপ ধারণা করছে তা কল্পনা ও করা যায় না। তাদের প্রকাশিত আহমদী শত বার্ষিকীতে বলা হয়েছে বাংলাদেশে তাদের ৯৩টি কেন্দ্র রয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি ১৯৯০ সালের মে মাস পর্যন্ত জরিপে তাদের কেন্দ্রের সংখ্যা ১১০টি পৌছে যা বর্তমান জরিপে ৫০০ এর বেশী পৌছাবে।
মুসলিম দেশ সমূহের মধ্যে কেবলমাত্র বাংলাদেশেই তাদের ধর্ম প্রচারের সুযোগ রয়েছে। তাই বর্তমানে তাদের দৃষ্টি বাংলাদেশের উপর নিবদ্ধ হয়ে আছে। তাছাড়া আফ্রিকার নওমুসলিমদেরকেও ধর্মচ্যুত করার কাজে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। এমনিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। তদুপরি সাইক্লোন, বন্যা, সিডর, ঝড়, তুফান ও ফসলহানী এ দেশে লেগেই আছে। এ দেশে এমন অনেক এলাকা রয়েছে যে সব এলাকায় দ্বীনী শিক্ষার দারুন অভাব রয়েছে। লর্ড ম্যাকেলের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আজও এ দেশে প্রচলিত রয়েছে। যারা নিজস্ব ব্যবস্থায় দ্বীনের প্রাথমিক জ্ঞান লাভ না করে সাধারণ শিক্ষায় শিক্ষিতি হচ্ছে, তারা উইলিয়াম হান্টারের ভাষায় “যদি ও খৃষ্টান হয় না তথাপি মুসলমানও থাকে না”। কাদিয়ানীরা এ সব সুযোগের যথাযথ ব্যবহার করে তথাকথিত শিক্ষিত ও অশিক্ষিত মুসলমানদেরকে নানা কলা কৌশলে কাদিয়ানি ধর্মমতের প্রতি আকৃষ্ট করে চলছে। এবং বর্তমানে আমাদের দেশে কাদিয়াদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে।
গ্রন্থটির আলোচ্য বিষয়:
#কাদিয়ানী সম্প্রদায় : সমকালীন পরিপ্রেক্ষিত ও কেন্দ্রীয় চরিত্র
ঈসায়ী ঊনিশ শতকের ভারতবর্ষ
মির্যা গোলাম আহমদ কাদিয়ানী
হাকীম নূরুদ্দীন সাহেব ভেয়রবী
মির্যা গোলাম আহমদ : বিশ্বাস ও দাবীসমূহের ক্রমধারা
মির্যা সাহেব : লেখক ও ইসলাম প্রচারক হিসেবে লেখালেখি এবং বিতর্ক সভার ময়দানে
মসীহ্ মওউদ হওয়ার দাবী মির্যা সাহেব ও হাকীম সাহেবের মাঝে সম্পর্ক
মসীহ মওউদের দাবী থেকে নবুওয়ত পর্যন্ত একটি গোছালো চিত্র
মির্যা সাহেবের জীবনীর উপর এক নম্বর
মির্যা সাহেবের জীবনাচার দাওয়াতের উন্নতি ও জনসাধারণের গমনাগমন আরম্ভ হওয়ার পর মির্যা সাহেবের প্রাথমিক অবস্থা
কাদিয়ানী সম্প্রদায়: তত্ত্ব ও ইতিহাস : https://bn.wikipedia.org/wiki/%E0%A6%...
================================
⚠️ANTI-PIRACY WARNING⚠️
Any unauthorized reproduction, redistribution, or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the কাদিয়ানী সমাচার Or YouTube copyright rule.
===============================
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: