Murder in the name of tradition. ঐতিহ্যের নাম করে হত্যা। বিশেষ স্টোরি
Автор: In-sight-of
Загружено: 2025-09-02
Просмотров: 41
Описание:
Murder in the name of tradition. ঐতিহ্যের নাম করে হত্যা।
বিশেষ স্টোরি
পণপ্রথা ভারতবর্ষে অবৈধ। পণ দেওয়া ও পন নেওয়া দুই অপরাধ। প্রমাণ হলে জেল থেকে যাবজ্জীবন দুই হতে পারে।
এরপরেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পণপ্রথা বলবৎ আছে। রাজ্য গুলির হল বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশে, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য।
আই পি সির ধারা দিয়ে তার আটকানো মুশকিল। দরকার সচেতনতা। দরকার আলোচনা। দরকার প্রতিবাদ ও আইনি পদক্ষেপ।
সচেতন ভাবে মানুষকে পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে নিকি ভাটি হত্যা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো সমাজের ঘুণ ধরা ছবিটা।
বিয়ের মতো প্রতিষ্ঠানকে সামনে রেখে কি ভাবে কিছু মানুষ লুটের খেলায় নেমেছে। বিনা পরিশ্রমে নিজেদের স্ট্যাটাস বাড়ানোর খেলার বলি হচ্ছে মেয়েরা।
পণপ্রথার সবচেয়ে বড় শিকার মেয়েরা। সামাজিক এই প্রথা শুরুর সময় ছিলো অন্য রকম। নতুন পরিবারে গিয়ে মেয়েটির নিজের যাতে কিছু অসুবিধা না হয়। অথচ পরে তার হয়েগেলে মেয়ের নাম করে লুটের খেলা।
জঘণ্য নিষ্ঠুর নৃশংস এই খেলা আসলে চট জলদি কিছু কামিয়ে নেওয়ার ধান্দা। আর সেই ধান্দার জোগানদার মেয়েটির পরিবার। মাঝখান থেকে সবচেয়ে বেশি খেসারত দিতে হয় মেয়েটিকে।
প্রানের বিনিময়ে। ধিকি ভাটি তার শেষ জবানবন্দিতেও তার বর বা শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেনি, কেনো? বলেছেন সিলিন্ডার ব্লাস্ট করে তাঁর সত্তর শতাংশ পুড়ে গেছে।
যদিও নিকির ছয় বছরের ছেলে ঘটনার বিবরণ দিয়েছেন, কি ভাবে তার মায়ের গায়ে আগুন দেওয়া হয়েছে। নিকির বোনের ভিডিও ফুটেজেও তাই দেখা যাচ্ছে। নিকির বাবা চাইছেন এখন যে কঠিন থেকে কঠিন সাজা হোক। অথচ তারা আগে কোনোদিন থানায় অভিযোগ দায়ের করেননি।
পুলিশ এখন সি সি টি ভি ফুটেজের ছবি নিয়ে অন্য গল্প বুনছে। সে বুঝুক। তাই আগেই সর্তক হতে হবে। একটা সুতোর চাহিদার উপরেই একটি মেয়ের জীবনের বলি দেওয়া যাবেনা।
@বকরম-Bazz
#peopleofindia
#dowryprohibitionact
#dowryharassment
#dowrycase
#dowrysystem
#dowryfreemarriages
#dowryfreeindia
#dowryissue
#justicefordowrydeath
#independentjournalists
#freelancejournalist
চ্যানেলের লিংক
/ @in-sight-of
স্টোরি লিংক
• Murder in the name of tradition. ঐতিহ্যের ...
ফেসবুক পেজ লিংক
/ 171mr4a3gg
ইন্সটাগ্রাম লিংক
https://www.instagram.com/nabanita_bh...
এক্স হ্যান্ডেল লিংক
https://x.com/Nabanit11921382?t=pMzNW...
মেল আইডি
[email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: