টমেটো চারা বাঁচানোর কৌশল। জেএন্ডএ এগ্রো।।
Автор: J&A AGRO
Загружено: 2025-10-16
Просмотров: 685
Описание:
টমেটো চারা বাঁচানোর কৌশল:
টমেটোর চারা ঠিকভাবে না বাঁচলে গাছ ভালো ফলন দেয় না। নিচে রোপণের পর চারাগুলো বাঁচিয়ে রাখার সবচেয়ে কার্যকর কৌশলগুলো দেয়া হলো:
🌱 ১. রোপণের সময় সতর্কতা:
বিকেলে চারা লাগাতে হবে, সূর্যের তাপ কম থাকলে গাছের স্ট্রেস কমে।
চারা একটু কাত করে লাগানো যাতে মূল ভালোভাবে মাটির সঙ্গে লেগে যায়।
গাছের গোড়ায় হালকা মাটি চাপা দিতে হবে, যেন বাতাস না ঢোকে।
💧 ২. পানি ব্যবস্থাপনা:
রোপণের পরপরই ছত্রাক নাশক স্প্রে করতে হবে এবং ভালোভাবে পানি দিতে হবে।
পরের ৫–৭ দিন প্রতিদিন সকালে হালকা পানি দিতে হবে।
কখনোই গোড়ায় পানি জমতে দেয়া যাবে না, এতে মূল পচে যায়।
মাটির আর্দ্রতা বজায় রাখতে গাছের চারপাশে খড়, পাতা বা শুকনো ঘাস বিছিয়ে দিতে হবে (এটাকে বলে মালচিং)।
☀️ ৩. রোদ ও ছায়া:
প্রথম ৩ দিন গাছের ওপর ছায়া জাল বা খড়ের ছায়া দাও যাতে গাছ হঠাৎ রোদে নুইয়ে না পড়ে।
পরে দিনে অন্তত ৫–৬ ঘণ্টা রোদে রাখো যাতে গাছ শক্ত হয়।
🧴 ৪. রোগ প্রতিরোধ ব্যবস্থা:
রোপণের ৩ দিন পর প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যানকোজেব (Dithane M-45) মিশিয়ে গাছে ছিটিয়ে দিতে হবে।
৭ দিন পর ট্রাইকোডার্মা বা বায়োফাঙ্গিসাইড ব্যবহার করো ছত্রাক দমনের জন্য।
গাছ কুঁকড়ে গেলে বা পাতায় দাগ পড়লে ইমিডাক্লোপ্রিড (Confidor) হালকা করে ব্যবহার করা যায়।
🌿 ৫. সার ব্যবস্থাপনা:
রোপণের ৭ দিন পর হালকা জৈব তরল সার দিতে হবে।
প্রতি ১০–১২ দিন অন্তর একবার করে জৈব সার প্রয়োগ করতে হবে।
গাছ যখন ফুল ধরা শুরু করবে, তখন একটু ফসফরাস ও পটাশ সার দরকার হয়।
💪 ৬. গাছের যত্ন:
রোপণের ১০ দিন পর গাছের গোড়ার মাটি হালকা করে আলগা করে দিতে হবে।
দুর্বল গাছ হলে স্টিক বা বাঁশের খুঁটি দিয়ে সাপোর্ট দিতেন হবে।
আগাছা নিয়মিত তুলে ফেলতে হবে।
ফেসবুক পেজ লিংক:
/ 1ag2cmvf76
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ধন্যবাদান্ত-
মোঃ জুয়েল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
J&A AGRO/ জেএন্ডএ এগ্রো
আরাজী পলাশবাড়ী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১২-৭৪৪৬৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: