এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম | Evercare Hospital, Chattogram | Chittagong
Автор: Aminul Vision
Загружено: 2022-03-07
Просмотров: 22004
Описание:
এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম | Evercare Hospital, Chottogram | Chittagong
Facebook: / aminulvision
Music: / @aminulvision
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত। ৪৭০ শয্যার এই হাসপাতালে রয়েছে সর্বাধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবাসহ উন্নত প্রযুক্তি ও সার্বক্ষণিক ইমার্জেন্সী সার্ভিস।
বিশ্বের ছয়টি দেশে এভারকেয়ারের হাসপাতাল রয়েছে। এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সেরা ৫টি বেসরকারি হাসাপাতালের মধ্যে একটি। এই হাসপাতালের পূর্বের নাম ছিলো এ্যাপোলো হাসপাতাল। এভারকেয়ার হাসপাতালটি এদেশের মানুষকে উন্নত সেবা প্রদানের লক্ষে ১৬ এপ্রিল ২০০৫ সালে যাত্রা শুরু করে।
চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল হচ্ছে এভারকেয়ারের ৩০তম ও বাংলাদেশের দ্বিতীয় হাসপাতাল। এটি চট্টগ্রামের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ হাসপাতাল। আন্তর্জাতিক মানের এ হসপিটাল চট্টগ্রামের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি সুপার–স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। চার লাখ ৯২ হাজার বর্গফুটের বিশাল আয়তনের জায়গা নিয়ে নির্মিত এই হাসপাতাল ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বৃহৎ ও সুপরিসর।
এখানে থাকছে ২৪/৭ জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপবিশেষ বিভাগ, যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিক মেডিকেল প্রফেশনালসদের সঙ্গে নিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম চট্টগ্রামের সব স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করছে।
#Evercare #Hospital #এভারকেয়ার #হাসপাতালevercare hospital chittagongevercare haspatal cottogram Apollo haspatal বাংলাদেশের সেরা হাসপাতাল top hospital Bangladesh doctor hospital Bangladesh বাংলাদেশের হাসপাতাল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: