সন্তান পিতা-মাতার ভরনপোষণ না দিলে কি আইনী ব্যবস্থা? 2025
Автор: Saiful's Talk-সাইফুলের আলাপন
Загружено: 2025-07-26
Просмотров: 88
Описание:
কোন সন্তান যদি তার পিতামাতার ভরণপোষণ না দেয় তাহলে সেই সন্তানের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে?
#পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩
আমার ফেসবুক পেইজটি ফলো দিয়ে পাশে থাকতে লাইক দিন-saiful’s talk-সাইফুলের আলাপন পেইজে,
https://www.facebook.com/share/1BqzeK...
আরও ভিডিও দেখতে,,
ধর্ষণের পর বিয়ের মাধ্যমে আপোষ মীমাংসা! আইন কি বলে?
• ধর্ষণের পর বিয়ের মাধ্যমে আপোষ মীমাংসা! আইন...
#বাংলাদেশেরআইনকানুন #bangladeshainkanun #LawOfBangladesh #bdlaws
আজকের এই ভিডিওতে আমরা পিতা-মাতার ভরণ-পোষণ সম্পর্কে আইনে কি বলা হয়েছে, তা নিয়ে আলোচনা করব।
আসলে সন্তান জন্ম দান ও লালন-পালন কারী পিতা-মাতা বৃদ্ধ বয়সে যাতে সন্তান কর্তৃক অবহেলা ও বঞ্চনার শিকার না হন সে জন্য পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে।
উক্ত আইন অনুযায়ী,
সন্তান বলতে পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেওয়া সক্ষম ও সামর্থ্যবান পুত্র বা কন্যাকে বুঝানো হয়েছে। তাই পিতা-মাতার ভরণপোষণ একক ভাবে শুধু পুত্রের উপর নয়, কন্যাকেও তার দায়িত্ব পালন করতে হবে।
এ আইনে
“ভরণ-পোষণ” অর্থ খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদান কে বুঝানো হয়েছে ।
তো আসুন এখন জেনে নেই পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ অনুযায়ী কোন কোন কাজগুলো করতে সন্তান বা সন্তানগণ বাধ্য থাকবেন-
• প্রত্যেক সন্তানকে তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে।
• কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সেইক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করবে।
• পিতা-মাতাকে একইসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।
• কোন সন্তান তার পিতা-মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে, কোন বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করবে না।
• প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখবে, এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে।
• পিতা বা মাতা কিংবা উভয়ে, সন্তান হতে পৃথকভাবে বসবাস করলে, প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাত করতে হবে এবং সন্তানদের মাসিক আয় বা বাৎসরিক আয় হতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা-মাতাকে ভরণ-পোষণ বাবদ নিয়মিত প্রদান করতে হবে।
• এছাড়া প্রত্যেক সন্তান তাহার পিতার অবর্তমানে দাদা-দাদীকে এবং মাতার অবর্তমানে নানা-নানীকে ভরণ-পোষণ প্রদানে বাধ্য থাকিবে
তো আসুন এখন জেনে নেই কোন সন্তান বা সন্তানগণ পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ লংঘন করলে তাদের জন্য কি কি শাস্তির বিধান রয়েছে-
পিতা-মাতার ভরণ-পোষণ না করার দণ্ডঃ
কোন সন্তান এসকল বিধান লংঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য তিনি
অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন; বা
উক্ত অর্থদণ্ড অনাদায়ে ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া কোন পুত্র-বধূ বা মেয়ের জামাই অথবা অন্য কোন নিকট আত্মীয় যদি উক্ত ভরণ-পোষণ প্রদানে বাধা দেন বা অসহযোগিতা করেন তাহলে তাকেও অপরাধী হিসেবে চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে।
তাই বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: