How to Change Mobile Number Of COVID-19 Vaccine Card in Bangladesh ।। কোভিড ১৯ টিকা কার্ড ।।
Автор: JAS Media
Загружено: 2022-05-14
Просмотров: 109
Описание:
Thanks For Watching Video
Please Subscribe Now
#JAS_Media
Shurokkha Support Mail: [email protected]
Subject: সুরক্ষা সিস্টেমে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন
স্যার,
কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের সময় যেমোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনকরা হয়েছে সেই নাম্বারটিআমি হারিয়ে ফেলেছি এবংওই নাম্বার থেকে ওটিপিনেওয়া সম্ভব নয়। আমিকোভিড-১৯ ভ্যাকসিনের ২ ডোজগ্রহণ করেছি। এখন যেমোবাইল নম্বর দিয়ে আমিকোভিড-১৯ ভ্যাকসিনের ২ ডোজগ্রহণ করেছি সেটা আমারকাছে নেই। নিবন্ধনকৃত আগের মোবাইল নম্বরটি 017***********
এখন আমি চাই আমারকাছে থাকা মোবাইল নম্বরটিতেOTP কোড পেতে। জাতে করেআমার ৩য় ডোজ গ্রহণকরার জন্য যে টিকাকার্ড ডাউনলোড করতে হবেসেটি ডাউনলোড করতে পারি।আমার কাছে থাকা মোবাইলনম্বর: 01533***** এই নম্বরে OTP কোডপেলে ভ্যাক্সিন কার্ড ডাউনলোডকরে ভ্যাক্সিন গ্রহণ করতেপারবো।
সংযুক্তি :
১। জাতীয় পরিচয় পত্র
নাগরিকের তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবেঃ
১. আবেদনকারী আবেদন ফর্ম পূরণ ও উপরিউল্লিখিত ছক অনুযায়ী নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত পূর্বক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ে কর্মরত প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামারের নিকট আবেদন দাখিল করবেন।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা নাগরিকের চাহিদার গুরুত্বসহ সার্বিক বিবেচনায় সেবা
প্রদানের অগ্রাধিকার নির্ধারণ করবেন এবং তদনুযায়ী (সাত) কর্মদিবসের মধ্যে সেবা প্রদান করবেন।
২. নাগরিকের তথ্য হালনাগাদকরণের আবেদনপত্র “সুরক্ষা, টিমকে প্রেরণ করার প্রয়োজন হলে
[email protected] -এই ইমেইলে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে।
৩. নিবন্ধনকৃত ব্যক্তির নিবন্ধন বাতিল করা যাবে না।
৪. টিকা কেন্দ্রের দায়িতপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সীল যুক্ত প্রত্যয়ন পত্রের মূল কপি দিতে হবে।
৫. আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করলে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তথ্য সংশোধন করা যাবে।
একইভাবে আবেদনকারী পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করলে শুধুমাত্র পাসপোর্টের ভিত্তিতে তথ্য সংশোধন করা যাবে।
৬. জরুরি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি (ভিসা কপি, টিকেট কপি, ইত্যাদি) সংযুক্ত করতে হবে।
৭. নিবন্ধনের পর “সুরক্ষা” সিস্টেমে জাতীয় পরিচয়পত্র নাম্বার পরিবর্তন করা যাবেনা।
৮. টিকা কেন্দ্র পরিবর্তনের জন্য Management Information System (MIS), স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগের নিমিত্ত
[email protected] –ইমেইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর
প্রয়োজনীয় ডকুমেন্ট প্রেরণ করবেন।
Facebook Page Link :
/ jasmediabd
YouTube Channel Link :
/ @jasmedia3955
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: